চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সুস্থসমাজ গড়তে করণীয়

৮ ডিসেম্বর, ২০১৯ | ৫:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শপিং কমপেক্সের পেছনে এন আর বি গ্লোবাল ব্যাংকের সিঁড়ির পাশের খালি জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা স্কুল ড্রেস পরিহিত অবস্থায় প্রতিদিন সিগারেট ফুঁকছে! একটু পেছনে দেখি পাতিনেতা টাইপের সিনিয়র কটি ছেলেও সিগারেট ফুঁকছে। ঘণ্টাখানেক পরে দেখি ওরা একসাথে আড্ডা দিচ্ছে! সিগারেটের দোকানদার খুশিমনে দেদারসে বিক্রি করছে নামি-দামি ব্রান্ডের সিগারেট তাদের কাছে। শুধু এখানে নয় অনেক নাম করা স্কুলের আশপাশে এবং অনেক জায়গায় দেখা যায় এরকম দৃশ্য । কিশোর গ্যাং তৈরি করতে বা অপরাধ জগতে পা বাড়াতে সম্ভবত এগুলো প্রথম পাঠ। কারণ ছেলেগুলোর বডি ল্যাঙ্গুয়েজ এতো বেশি আপত্তিকর তা কোনো ভাবে একজন স্কুল ছাত্রের বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে না। সংশিষ্ট পুলিশ প্রশাসন ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই নজর দিন।

আমরা সকলে হিউম্যান রাইটস নিয়ে সোচ্চার। আমাদের জানা থাকা উচিৎ হিউম্যান রাইটস এর চেয়ে হিউম্যান রেসপন্সিবিলিটি বা সেন্স অফ রেসপন্সবিলিটি অধিকতর গুরুত্বপূর্ণ । বলছিলাম ব্যবসার কথা। বিক্রেতা- ব্রোকার-ক্রেতা সমন্বয়ে ব্যবসা। লাভের জন্য একজন বিক্রেতা পণ্য বিক্রি করবেন ক্রেতার কাছে এটা স্বাভাবিক এবং সেটা তার অধিকার বা মানবাধিকার। কিন্তু তাই বলে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের কাছে সিগারেট বিক্রি করতে হবে ? অপ্রাপ্তবয়স্ক ছেলের কাছে সিগারেট বিক্রি না করাটা হচ্ছে হিউম্যান রেসপন্সিবিলিটি বা সেন্স অফ রেসপন্সিবিলিটি! আসুন আমরা ব্যবসা করি কিন্তু ভালো সমাজ গড়ার কিছু দায়িত্বও পালন করি।

আবু মঈন উদ্দিন জামী
টেকনিক্যাল এডভাইজার, বি এম ফাউন্ডেশন, চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট