চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মুনাফা শিকারীদের দৌরাত্ম্য ও জনদুর্ভোগ

১ ডিসেম্বর, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে ভোক্তাদের বাধ্য করে ক্রয় করতে। সিন্ডিকেটে তাদের অধিক লাভের বিষয়টিই গুরুত্ব পায় (কাজেই প্রমাণিত) যেখানে পণ্যের মান নিম্ন এবং চড়া মূল্যে ক্রয় করে ভোক্তারা শুধু ক্ষতিগ্রস্তই হচ্ছে না একচেটিয়া বাজার ও মধ্যসত্তা¡ ভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে। যেখানে জনসাধারণের কথা গুরুত্বহীন এবং ধনীক শ্রেণির উদ্ভব হচ্ছে দ্রুত গতিতে। এহেন অবস্থা চলতে থাকলে পুরো দেশ সুবিধা ভোগীদের দখলে চলে যাবে যেখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যাবে, যেমনটি পিয়াজের বাজার, চালের বাজার, শাক-সবজির বাজার ইত্যাদি। অতএব অতিদ্রুত সিন্ডিকেটের নামে দেশের জনসাধারণের জীবনকে বিপন্ন করা গোষ্ঠী বা সংগঠনগুলোকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করে দেশের চলমান বাজার ব্যবস্থাকে স্থিতিশীল করুন।

আব্দুস সালাম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট