চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মা-বাবা হোক শিশুদের নিরাপদ আশ্রয়স্থল

৮ নভেম্বর, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। দেশ পরিচালনায় নিজেকে নিয়োজিত করবে। দেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করবে। সেই নিষ্পাপ শিশুদের নিরাপদে বেড়ে ওঠা তার জন্মগত অধিকার। শিশুর বেড়ে ওঠার জন্য মা বাবার কোলই হলো একমাত্র নিরাপদ স্থান। এই কোল ব্যতীত আর কোনো কোল নেই, যে কোল শিশুকে নিরাপদে রাখতে পারে।

মা বাবার কোলজুড়ে যখন সন্তান আসে তখন সেই সন্তান মা বাবার ঘর উজ্জ্বল করে, বংশকে আলোকিত করে এবং পরিবারের সকলের আদর যতেœ বেড়ে ওঠে। সেই সন্তান শরীরে একটু আঘাত পেলে কিংবা অসুস্থ হলে মা বাবার কলিজায় আঘাত লাগে। সন্তানের একটু হাসি খুশিতে মা বাবার বুকটা আনন্দে আত্মহারা হয়। সন্তান ভালো কিছু অর্জন করলে সেই অর্জন মা বাবাকে পরিতৃপ্তি দেয়। কিন্তু এই ভালোবাসাকে ধ্বংস করতে মানবতাহীন কিছু নরপশুর জন্ম হয়েছে। যারা নিজ স্বার্থে নিজের সন্তানের জীবন কেড়ে নিচ্ছে। অন্যের কাছে বিক্রি করছে। মা বাবার নিঃস্বার্থ ভালোবাসাকে কলঙ্কময় করছে। মা বাবার নিরাপদ কোল এখন ভয়াবহতা রূপ নিয়েছে। অন্ধকার যুগের কালিমা লেপন করতে চলেছে এসব নরপশু। মা বাবার নিরাপদ কোলকে নিরাপদই রাখতে মানবতাবোধকে জাগ্রত করতে হবে। আর নরপশুদের বিরুদ্ধে এমন শাস্তির বিধান করতে হবে, যে শাস্তি হবে সন্তান নিরাপদের বাহন।

মো. আজিনুর রহমান লিমন,
নীলফামারী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট