চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্মার্ট ফোনের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষায় পদক্ষেপ চাই

১৯ অক্টোবর, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

স্মার্ট ফোন আর মোবাইল গেমের ভালোবাসায় আমাদের ছেলেমেয়েরা দিনদিন খুব বেশি আসক্ত হয়ে পড়ছে। আমরা অনেক মা-বাবা আছি যারা ফোন নিয়ে বসে থাকি অবসর সময় কাটানোর জন্য। অনুকরণপ্রিয় শিশুরাও মা-বাবাকে অনুসরণ করতে চায়। আমি আর আমার স্ত্রী একটি দোকানে বসে কেনাকাটা করছিলাম। দেখি ছয় থেকে সাত বছরের একটি মেয়ে কান্নাকাটি করছে। আর দুইজন ভদ্রলোক তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। কান্নার কারণ বুঝা গেল মেয়েটির বাবা মোবাইল থেকে গেমগুলো ডিলিট করে দিয়েছেন। সে জন্য বাবার উপর ছোট মেয়েটির রাগ।

আমি যখন বাসায় আসলাম দেখি আমার ছোট ছেলেটিও আমার পকেট দেখছে মোবাইল নেবার জন্য। প্রায় সব ছেলে-মেয়েদের অবস্থা একই রকম। ছোট ছোট বাচ্চাদের যেভাবে মোবাইল তুলে দিচ্ছি জানি না ভবিষ্যৎ আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। তাই আমাদের ফোন ব্যবহার করার ব্যাপারে সচেতন থাকতে হবে।

রূপম চক্রবর্ত্তী
পূর্ব নলুয়া, চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট