চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিক্ষাঙ্গনগুলো হোক রাজনীতিমুক্ত

১৭ অক্টোবর, ২০১৯ | ১২:০৭ পূর্বাহ্ণ

শিক্ষাঙ্গন হবে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান। আর শিক্ষকরা হবে মানুষ গড়ার কারিগর। শিক্ষাঙ্গনে রাজনীতি কেন প্রয়োজন আমার বোধগম্য নয়। আজ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র রাজনীতির সাথে জড়িত। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রদের মধ্যে সম্পর্ক থাকবে কলম ও বইয়ের। অথচ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক ও ছাত্রসমাজ রাজনীতির সাথে যুক্ত হয়ে দা চাপাতি পিস্তল সাথে সম্পর্কে লিপ্ত। যার ফলশ্রুতিতে মেধাবী ছাত্রগুলির জীবনের প্রদীপ নিভে যাচ্ছে। পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনীতিমুক্ত।

শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি নয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থাকতে হবে রাজনীতি মুক্ত। আপনি একটু খেয়াল করলে দেখবেন যারা অপরাজনীতিবিদ তাদের ছেলেদেরকে পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। অথচ তাঁরা ছাত্রসংগঠনের মাধ্যমে রাজনীতি ঢুকিয়ে দিয়ে সাধারণ ছাত্রদেরকে বলির পাঁঠা বানাচ্ছে। আসুন আমরা সবাই জোরালো আওয়াজ তুলি সকল শিক্ষা প্রতিষ্ঠান হবে রাজনীতিমুক্ত। তাই সকল রাজনীতিবিদদের একজোট হওয়া উচিত যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত থাকে।

শ্রীধর দত্ত
মেলঘর, পটিয়া, চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট