চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হিজড়া জনগোষ্ঠীর জন্যে চাই পরিকল্পিত কর্মসংস্থান

১৫ অক্টোবর, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

হিজড়া জনগোষ্ঠীকে আমাদের মূল স্রোতের সাথে মিশিয়ে দেওয়া দরকার। এদেরকে নিয়ে বিভাজন সৃষ্টি সমাজের সমৃদ্ধি ব্যাহত হয়। এই গোষ্ঠীর মানুষগুলোর মাঝেও মেধা আছে, কাজ করার ক্ষমতা আছে। এদেরকে সমাজের বাইরে রাখা মানে একটি অসুন্দর পরিবেশ সৃষ্টি করা। আমরা প্রায় সময় এই শ্রেণীর লোকগুলো দ্বারা বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছি। এদের অসংযত চালচলনের মাধ্যমে অনেক সময় পরিবেশের সমস্যা সৃষ্টি করে। মানুষের মাঝে চেতনা সৃষ্টি করতে হবে। কারো বংশে এই ধরনের শিশু জন্মগ্রহণ করলে তাকেও অন্য ছেলেমেয়েদের মতো আদর এবং মমতায় বড় করে তুলতে হবে। এদের লেখাপড়ার যোগ্যতা অনুসারে চাকুরির ব্যবস্থা করে দিতে হবে। এদেরকে পরিবার অথবা সমাজচ্যুত করার মানসিকতা আমাদের পরিহার করতে হবে। এই গোষ্ঠীর লোকগুলোকে প্রায় সময় বিভিন্ন অফিসে, বাসাবাড়িতে, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা তুলতে দেখা যায়। যা সত্যি বেদনাদায়ক। হিজড়া জনগোষ্ঠীকে সঠিকভাবে মূল্যায়িত করে একটি সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য মাননীয় সরকারের আরো ব্যাপক কর্মসূচি প্রত্যাশা করছি।

রূপম চক্রবর্তী
পূর্ব নলুয়া,সাতকানিয়া,চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট