চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিক্ষাঙ্গনে শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত হোক

১৫ অক্টোবর, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

আমাদের ছাত্রসমাজ অফুরন্ত প্রাণশক্তি ও সজীবতার প্রতীক। সততা, আদর্শবাদিতা, ন্যায়নিষ্ঠা, দেশপ্রেম, আত্মত্যাগ ইত্যাদি বহুবিধ গুণাবলি একজন প্রকৃত ছাত্রের চরিত্রে লক্ষণীয় হয়ে ওঠে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জ্ঞান আহরণের মাধ্যমে এসব গুণাবলী অর্জন করে থাকে। ছাত্রসমাজ যে কোন জাতির শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং দেশের ভবিষ্যৎ বলতে ছাত্র সমাজকেই বুঝায়। তারাই পারে জাতির সঠিক কল্যাণ বয়ে আনতে। শিক্ষা জাতিকে শিক্ষিত করে তোলে, তাই শিক্ষাদানের জন্য সৃষ্ট প্রতিষ্ঠানই হচ্ছে শিক্ষাঙ্গন। এ শিক্ষাঙ্গন থেকে ছাত্রছাত্রী জ্ঞান লাভ করে নিজেকে যোগ্য ও জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তোলে। আজ শিক্ষাঙ্গনের পবিত্র মাটিতে কলঙ্ক লেপন হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় অশান্ত পরিবেশ বিরাজ করে। সাধারণ শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। একজন সচেতন ছাত্র কখনো নিজেকে সন্ত্রাসী কর্মে যুক্ত করতে পারে না। ছাত্র, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রশাসন যদি সচেতন হয় তাহলে সন্ত্রাসের কলঙ্ক মুক্ত হবে আমাদের পবিত্র শিক্ষাঙ্গন এবং প্রিয়জন হারানোর বেদনা থেকে মুক্ত পাবে আমাদের পরিবার।

মো. সাইফুদ্দীন খালেদ
আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট