চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাস্তা সংলগ্ন পুকুর খনন বন্ধের উদ্যোগ নিন

১৪ অক্টোবর, ২০১৯ | ১:০৯ পূর্বাহ্ণ

আমরা মাছে-ভাতে বাঙালি। এদেশের মানুষের আমিষের অধিকাংশ চাহিদা মাছ দ্বারা পূরণ করতে হয়। ফলে মাছের ব্যাপক চাহিদা। এই সুযোগ কাজে লাগিয়ে অধিক মুনাফা লোভীরা নিজ স্বার্থে এবং যোগযোগ সুবিধা মাথায় রেখে রাস্তার পাশে পুকুর খনন করে মাছ চাষ করার প্রতি ঝুঁকে পড়েছেন। বর্তমানে দেশের এমন কোন এলাকা নেই, যেখানে রাস্তার পাশে পুকুর খনন করা হয়নি। মানুষের মধ্যে সচেতনতার অভাবে প্রতি বছর দেশের প্রতিটি রাস্তার পাশে পুকুর খনন করায় প্রতিনিয়ত ভাঙন সৃষ্টি হয়। ফলে প্রতি অর্থবছর দেশের অভ্যন্তরের বিভিন্ন ভাঙা রাস্তা সংস্কার বাবদ সরকারকে অগণিত টাকা ব্যয় করতে হয়। ভাঙা রাস্তা-সংস্কার বাবদ যে পরিমাণ অর্থ সরকারকে ব্যয় করতে হয়, তা দিয়ে দেশের যে-কোন উন্নয়নে বিশাল পরিবর্তন সম্ভব।
দেশের অর্থ অপচয় রোধের লক্ষ্যে রাস্তার পাশে পুকুর খনন বন্ধ ঘোষণা করা এখন সময়ের দাবি। রাস্তার পাশে পুকুর খনন করা আইনত দ-নীয় অপরাধ হিসেবে গণ্য করে প্রয়োগ উপযোগী আইন করা উচিত। তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও কৃষি বিভাগের সহযোগিতা নেওয়ার যেতে পারে। যেমন, পুকুর খনন করতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের অনুমতি নেওয়ার ব্যবস্থা করতে পারলে যত্রতত্র পুকুর খনন বন্ধ হবে বলে অনেকে মনে করছেন। তাতে রাস্তার ধারে পুকুর খনন করায় রাস্তায় ভাঙন সৃষ্টি এবং তা সংস্কারের জন্য অর্থ অপচয় রোধ হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. মোশারফ হোসাইন
নকলা, শেরপুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট