চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বাঁশখালীর উপকূলীয় সংযোগ সড়কের বেহাল দশা

১৩ অক্টোবর, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের অর্ধ কিলোমিটার সড়ক ও রায়ছটা প্রেমাশিয়া উপকূলীয় দেড় কিলোমিটারসহ প্রায় ২ কিলোমিটার সড়কের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে বছরের পর বছর ঝড় জলোচ্ছাসের ফলে রায়ছটা মোকামীপাড়া সড়কের অর্ধেকাংশ ভেঙে পাশের পুকুরে বিলীন হয়ে যাচ্ছে এবং রায়ছটা প্রেমাশিয়া উপকূলীয় সংযোগ সড়কটি সংস্কার না করায়, দিনের পর দিন এটি ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে নিশ্চিহ্ন হওয়ার পথে। এতে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, সিনিয়র মাদ্রাসার হাজারো কোমলমতি শিক্ষার্থী প্রতিনিয়ত যাতায়তে দুর্ভোগে পড়ছে। এছাড়া প্রতিনিয়ত শহরে চিকিৎসা কর্মে ও উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত যাতায়ত জরুরি কাজে উপজেলা সদরে গমনা গমন এবং রোগী-পরিবহনের জন্য অসুবিধার সম্মুখীন হচ্ছে। এছাড়া সড়কের পাশ ঘেঁষে পুকুর থাকায় রায়ছটা মোকামীপাড়া সড়কটি প্রতিদিনই ভেঙে যাচ্ছে। বর্তমানে উক্ত সড়কটি যান চলাচল ও মানুষ চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত বাসীগ্রাম সাধনপুর হাই স্কুল, সাধনপুর পল্লী মঙ্গল হাই স্কুল, রায়ছটা প্রেমাশিয়া হাই স্কুল, ডোংরা বিবি চৌধুরী হাই স্কুল, রায়ছটা জাতানুরাইন সিনিয়র আলীয়া মাদ্রাসা, কদমরসুল হামেদিয়া মাদ্রাসা, প্রেমাশিয়া রেজভিয়া ছিদ্দিকীয়া সুন্নীয়া মাদ্রাসা, পূর্ব ও পশ্চিম রায়ছটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীদের যাতায়াত এবং উপকূলীয় এলাকায় পর্যটক পরিভ্রমনে ও ঝড় বাদলের আবহাওয়ায় দুর্যোগ সংকেতের সময় সাইক্লোন শেল্টার গমনাগমনে জনভোগান্তির শেষ নেই। যদিও সরকারের পরিকল্পনামতে গ্রামীণ ও সামগ্রিক অর্থনীতি চাঙ্গা করতে গ্রামীণ অঞ্চলের ভঙ্গুর রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণ ও সংস্কারে, এমনকি অনুন্নত, চির অবহেলিত হাট বাজার উন্নয়নে মনোযোগ দিচ্ছে সরকার।
অতীব উদ্বেগের বিষয় হচ্ছে চির অবহেলিত অনুন্নত বিশেষ করে ৯১ এর ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস এবং দীর্ঘ ৪০ বৎসর ধরে প্রেমাশিয়াও পশ্চিম রায়ছটায় বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ায় সমুদ্রের লবণাক্ত জোয়ারের পানি নিয়মিত উঠানামা করায় এবং ৩নং খান খানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া, কদমরসুল, ডোংরা ও রায়ছটা এলাকায় দীর্ঘ ২৯ বৎসর ব্যাপী বেড়িবাঁধ বিধ্বস্ত থাকার কারণেও অনুরূপ সমুদ্রের জোয়ারের পানি লোকালয়ে ঢোকার কারণে অত্র ইউনিয়নের রাস্তাঘাট ও সরকারী বেসরকারী অবকাঠামো বিধ্বস্ত । জনস্বার্থে অপরিহার্য বলে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এস.এম. ফরিদুল আলম
বাঁশখালী, চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট