চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন

৩ অক্টোবর, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

ক’দিন আগে চকবাজার থেকে নিউমার্কেট যাচ্ছিলাম টেম্পু করে। আন্দরকিল্লা মোড় পার হয়ে যাওয়ার পর নন্দনকাননের আগে রাস্তায় যানজট দেখা দেয়। এর মধ্যেই এক পুলিশ কনস্টেবল আমাদের টেম্পুর ড্রাইভারকে থামার জন্য সিগনাল দিলে টেম্পু চালক থেমে যায়। তখন যাত্রীরা ড্রাইভারকে বকাবকি করছে। কেউ কেউ তাকে বেকুব বলেও সম্বোধন করছে। কেউ আবার তাকে বড় করে কথাও বলছে। আবার কেউ কেউ পুলিশ কনস্টেবল কে গালি দিচ্ছে। যদিও তাদের এই চিন্তা ভুল ছিল।
অথচ কোন দুর্ঘটনা ঘটলে বা কোন অসঙ্গতি দেখা দিলে এই মানুষগুলোই সরকার বা প্রশাসনের দোষ খুঁজে বেড়ায়। দোষ দিয়ে থাকে আইনের যথাযথ প্রয়োগ না ঘটানোর জন্যও। অথচ কিছুদিন আগেও সড়ক আন্দোলনের সময় সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কম কথা হয়নি। কিন্তু মানুষের সহযোগিতা বা আইন মানার প্রতি মানুষের মানসিকতা গড়ে না উঠলে সরকার বা প্রশাসনের কি বা করার আছে? তাই সুন্দর একটি দেশ গড়ার জন্য প্রতিটি স্তরে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল নাগরিকের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।

জাহেদুল ইসলাম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট