চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিবর্তনের স্বপ্ন

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

আজ যা আমার চিন্তা করছি কালের স্রোত ধারায় তা অতীত হয়ে যাবে। যেখানে আয়ের উৎস আছে সে উৎস ধ্বংস হয়ে যেতে পারে। শঙ্খ নদীর পাশে আমার বাড়ি। আমার চোখের সামনে দেখছি নদীর ভাঙনে অনেকের বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই রকম অসংখ্য নদীপারের মানুষ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটে চলেছেন। প্রকৃতি প্রদত্ত খাবার খেয়ে মানুষ জীবন ধারণ করেন। অতি মুনাফার লোভে খাবারে ভেজাল দেওয়া শুরু হয়ে গেছে। মানুষের দৃষ্টি শক্তি দিনদিন কমে যাচ্ছে। ভেজাল তেল খেয়ে হার্ট ব্লক হয়ে যাচ্ছে। ঘর থেকে বের হলেই বিভিন্ন যন্ত্র চালিত গাড়ি চড়ে অফিসে যাওয়ার সুযোগ পাচ্ছি। স্মার্ট ফোনের বদৌলতে সারা পৃথিবী হাতে চলে এসেছে। আবার কেউ স্মার্টফোনের নেট দুনিয়ায় বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করে দেশকে অশান্তির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আগে যেখানে গ্রামের মেয়েরা বিকালবেলা নকশিকাঁথা তৈরি করতো সেখানে এখন বিভিন্ন সিরিয়াল দেখে ভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে অবগত হচ্ছেন। একদিকে মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদগুলোকে রক্ষার জন্য সংগ্রাম করছেন অন্যদিকে কিছু মানুষ সম্পদ বৃদ্ধির জন্য আরেকজনের সম্পদ ধ্বংস করছে। অশুভ চিন্তার মানুষগুলো একদিন সচেতন হবে।

তারা খাবারে ভেজাল মেশানো থেকে দূরে থাকবে। ধ্বংসের উন্মত্ততায় যারা মগ্ন তারা সৃষ্টির রক্ষার চেষ্টা করবেন। আমি স্বপ্ন দেখি একটা সময় আসবে যখন মানুষে মানুষে সম্প্রীতি বাড়বে। কারণ পৃথিবীর অনেক কিছুই পরিবর্তনশীল।

রূপম চক্রবর্ত্তী
পূর্বনলুয়া,সাতকানিয়া, চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট