চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রাণের ভাষায় মনের কথা

উদ্যোক্তা সৃষ্টির প্রতিবন্ধকতা দূর করতে হবে

মুহাম্মদ কামাল উদ্দিন

৭ মে, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

নোবেলজয়ী প্রফেসর ড. ইউনূস প্রধান ব্যক্তি। বিশ্বে যিঁনি উদ্যোক্তা তৈরীর সূত্রের প্রণেতা। পুরো বিশ্বে ‘চাকরী দেব, করব না’-মন্ত্রের প্রবক্তা। আজ আমাদের উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে ৫টি মূল প্রতিবন্ধকতা রয়েছে-
গাহস, সামর্থ, অর্থ, পরিবেশ, শিক্ষা। আমাদের তরুণরা অল্প টাকায় চাকুরী করতে আগ্রহী। তরুণরা উদ্যোক্তা হতে চায় না। সামাজিক ব্যবসাকেন্দ্র উদ্যোক্তা তৈরীর জন্য কাজ করছে। একটা আজব বিষয় যে, যে দেশের মানুষ প্রফেসর ইউনূস, সেই দেশের মানূষ তাঁর কর্মকান্ড সম্পর্কে অবহিত নন।
মোট কথা বিনিয়োগের অর্থের কোন সুদ দিতে হয় না। সুদবিহীন টাকা বিনিয়োগ করা হয়-সামাজিক ব্যবসায়। মনে রাখতে হবে তরুণরা জেগে উঠলে এগিয়ে যাবে বাংলাদেশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট