চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিউক্লিয়াস গড়ে উঠার প্রেক্ষাপট

নাওজিশ মাহমুদ

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫১ পূর্বাহ্ণ

১৯৬২ সালে পাকিস্তানে সামরিক সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে ব্যাপক ছাত্র আন্দোলন গড়ে উঠে। ১৯৫৮ সালের আইউব খানের সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রথম প্রতিবাদ। এই ছাত্র আন্দোলনে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেও রাজনৈতিক দলের কোন সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক দলগুলো তখন কি করবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ও সংশয়ে ছিল। তখন ছাত্রদের মধ্যে প্রধান ছাত্র সংগঠন ছিল ছাত্র ইউনিয়ন। কমিউনিস্ট পার্টির ভাবাদর্শে ও নিয়ন্ত্রণে গড়ে উঠা এই ছাত্র সংগঠন ছিল সংগঠিত এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ছাত্রদের মধে কাজ করতো। আবুল হাশিমের প্রতিষ্ঠিত খেলাফতে রব্বানী পার্টি ছাত্র সংগঠন ছাত্র শক্তি ও জামাতে ইসলামী দলের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ এই সময়ে সক্রিয় ছিল। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছিল পূর্ব পাকিস্তান ছাত্র লীগ। পূর্ব পাকিস্তানে তখন জনপ্রিয় রাজনৈতিক দুটি দল ছিল সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশানাল আওয়ামী পার্টি। মুসলিম লীগের জনপ্রিয়তা কমে গেলেও কিছুটা জনভিত্তি ছিল। তবে ছাত্রদের মধ্যে মুসলিম লীগের সমর্থন ছিল নগন্য।

৬২ এর শিক্ষা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি একটি নতুন গতি পায়। ছাত্রদের আন্দোলন সমর্থন ধরে রাখার জন্য ছাত্র ইউনিয়ন এবং ছাত্র শক্তি ও ইসলামী ছাত্র সংঘের মতো একটি আদর্শ বা লক্ষ্য নির্ধারণের প্রয়োজনে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে পূর্ব পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্র গঠনের সুপ্ত বাসনা থেকে নিউক্লিয়াসের জন্ম। এটা নিয়ে এখন অনেক বিতর্ক থাকতে পারে। অনেকে এটাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে পারে কিন্তু নিউক্লিয়াস গড়ে উঠেছিল এটা স্বতঃসিদ্ধ সত্য কথা। কারণ মুক্তিযুদ্ধের সময় বিএলএফ (মুজিব বাহিনী) এর মত একটি সংগঠন গড়ে উঠার পিছনে পূর্বপ্রস্তুতি ছাড়া সম্ভব নয়। বিশেষ করে মুক্তিযুদ্ধে অস্থায়ী সরকারকে পাশ কাটিয়ে তাঁদের নিয়ন্ত্রণের বাইরে আরেকটি প্যারালাল বাহিনী রাতারাতি গড়ে উঠা প্রমাণ করে নিউক্লিয়াসের অস্তিত্ব। তবে নিউক্লিয়াসের প্রধান তিন জন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং কাজী আরেফের মধ্যেও নিউক্লিয়াসের সাংগঠনিক প্রক্রিয়া ও বঙ্গবন্ধুর সাথে সম্পর্ক নিয়ে, বর্তমান সময়ে মতভেদ প্রকাশ করে থাকলেও নিউক্লিয়াসের অস্তিত্ব নিয়ে কোন দ্বিমত পোষণ করেন নি।

সিরাজুল আলম খান তার শ্রুতি লিখন বইতে বলেছেন, ১৯৬২ সালে নিউক্লিয়াস শুরু করেছেন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ এবং আবুল কালাম আজাদ (পরবর্তীকালের প্রাথমিক শিক্ষক সমিতির নেতা) এই চারজনে। ১৯৬৫ সালে চট্টগ্রামের এম এ মান্নানকে অন্তর্ভূক্ত করা হয়। কাজী আরেফ এবং রাজ্জাক বলেছেন, তিন জনকে নিয়ে নিউক্লিয়াসের যাত্রা শুরু হয়। কাজী আরেফ তাঁর লিখিত বইতে বলেছেন, ১৯৬৬ সালে আবুল কালাম আজাদ এবং চট্টগ্রামে আব্দুল মন্নানকে অন্তর্ভূক্ত করে পাঁচ সদস্যবিশিষ্ট করা হয়। শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবুল কালাম আজাদ বহিস্কৃত হন। এম এ মান্নান নিষ্ক্রিয় হয়ে পড়েন। সিরাজুল আলম খান এবং কাজী আরেফ লিখেছেন ১৯৬৯ এর পূর্বে বঙ্গবন্ধু নিউক্লিয়াস সম্পর্কে কিছুই জানতেন না। আব্দুর রাজ্জাক বলেছেন ১৯৬৬ সালে বঙ্গবন্ধুকে প্রাথমিক ধারণা দেয়া হয়। ১৯৬৯ সালে বিস্তারিত জানানো হয়।

সিরাজুল আলম খান বলেছেন ১৯৬৭ সালে স্বাধীনতা প্রক্রিয়ার নেতা হিসেবে বঙ্গবন্ধুর নাম পাশ হয় নি। আর আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক এবং সুপ্রিম কমান্ডার মেনেই নিউক্লিয়াসের যাত্রা শুরু। আরেকটি বিষয়ে দ্বিমত দেখা যায় সেটা হলো, কাজী আরেফের ভাষ্য অনুয়ায়ী বঙ্গবন্ধুর পরে সবচেয়ে বেশী যার কাছে ঋণী, তিনি হলেন চট্টগ্রামের এম এ আজিজ। এই ব্যাপারে সিরাজুল আলম খান ছিলেন নির্লিপ্ত। তবে তাজ উদ্দিনের সাথে নিউক্লিয়াসের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উভয়ে একমত। ৭০ সালে আপত্তিজনক বক্তৃতা দেয়ার অভিযোগে এম এ আজিজকে গ্রেফতার এবং পরবর্তীকালে সুর্য সেন হলে ছাত্রলীগের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান কাজী আরেফের কথার সত্যতা মিলে। কাজী আরেফ আরেকটি তথ্য দেন। পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার প্রশ্নে সর্বপ্রথম শেখ ফজলুল হক মনির সাথে আলাপ করেন কিন্তু তিনি একমত হন নি। কাজী আরেফের ভাষ্য মোতাবেক চট্টগ্রামের জেলা ফোরামের প্রধান নেতা ছিলেন এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। সিরাজুল আলম খানের বইতে চট্টগ্রামের অনেকের নাম থাকলেও তার নাম কোথাও নেই।

এই প্রসঙ্গে আব্দুর র্জ্জাাক তাঁর সাক্ষাৎকারে যা বলেছেন তা তুলে ধরা হলো “এটা সঠিক যে নিউক্লিয়াস তৈরী হয়েছিল। চিন্তাটা হয়েছিল ৬২ সালে, স্ট্রাকচার হলো ৬৪ সালে। সেই স্ট্রাকচার ৩ জনের। সিরাজুল আলম খান, আমি (আব্দুর রাজ্জাক) আর কাজী আরেফ ছিলাম হাই কমান্ড। বঙ্গবন্ধুকে সামনে রেখেই আমরা করেছিলাম। বঙ্গবন্ধুকে কিছুটা জানানো হয় ৬৬ সালে। ১৯৬৯ সালে তাঁকে ডিটেইল জানানো হয়। তাঁকে সর্বাধিনায়ক গণ্য করেই আমরা নিউক্লিয়াস করেছি। সিরাজ ভাই রূপকার এই রকম কোন সিদ্ধান্ত ছিল না। আমরা তিন জনেই ছিলাম তিন রকম কাজে। সিরাজ ভাই তত্ত্ব, আমি রিক্রুটিং, আরেফ ছাত্রলীগের মধ্যে আমাদের চিন্তার প্রয়োগ। আরো তিনজনকে পরে নিয়েছিলাম। এরা ছিলেন আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান (চট্টগ্রাম) ও আব্দুল মান্নান (শ্রমিক লীগ)। পরে এটাকে (রিক্রুটিং প্রক্রিয়া) ব্যাপক করে দেয়া হয়। ”।
যেভাবে মূল্যায়ন করা হোক না কেন, এই নিউক্লিয়াস ৬ দফা আন্দোলন, আগরতলা মামলার বিরুদ্ধে জনমত এবং উনসত্তরের গণঅভ্যূত্থান, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। আওয়ামীলীগের আপোষকামী নেতাদের বিরুদ্ধে নিউক্লিয়াসের দৃঢ় ভূমিকা বঙ্গবন্ধুর স্বাধীনতা অভিমূখে আন্দোলন পরিচালনা করতে সহজ হয়ে পড়ে। বঙ্গবন্ধু ৬ দফা কর্মসূচীর মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব দিলেও, সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে এই নিউক্লিয়াস। আবার নিউক্লিয়াসের প্রভাবে তরুণ ও ছাত্র সমাজের মধ্যে স্বাধীনতার জন্য যে আকাক্সক্ষা সৃষ্টি হয়, ৬ দফা কর্মসূচী এই আকাক্সক্ষাকে স্বার্থকভাবে এগিয়ে নিয়ে যায়।

১৯৬২ সালে ছাত্রলীগের সভাপতি ছিলেন শাহ মোয়াজ্জেম এবং সাধারণ সম্পাদক ছিলেন শেখ ফজলুল হক মনি। সিরাজুল আলম খান ছিলেন সহ-সম্পাদক। শেখ মনি পারিবারিক কারণে ব্যস্ত থাকায় সিরাজুল আলম খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তখনই ছাত্রলীগকে সংগঠিত করে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। সুনির্দিষ্ট লক্ষ্য ছিল স্বাধীনতা। স্বাধীনতাকে সামনে রেখে তারা (সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ) ১৯৬২ সালের নভেম্বর মাসে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াস গঠন করেছিলেন। আলোচনার প্রধান স্থান ছিল পল্টন ময়দানের কাঠের গ্যালারী , বর্তমানে আউটার স্টেডিয়াম।

বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উঠতি মধ্যবিত্তের আকাক্সক্ষার সাথে সমন্বয় করে একটি রাজনৈতিক কর্মসূচীর চাহিদা ছিল। যা পূরণ হয় ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফার মাধ্যমে। তার পূর্বেই ১৯৬২ সালে নিউক্লিয়াসের মাধ্যমে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়ে যায়। যার ভিত্তি ছিল ভাষা আন্দোলন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের ব্যর্থতার পর বাঙালি ছিল হতাশ। বায়ান্নের ভাষা আন্দোলনের ফলে মুসলিম লীগের প্রতি যে মোহভঙ্গ হয়েছিল, তার বিকল্প হিসেবে শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর নেতৃত্বে যে যুক্তফ্রন্ট গড়ে উঠেছিল, তা জনগণকে মুসলিম লীগের প্রতি মোহভঙ্গের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে মেনে নিয়ে জনগণ ভোট দিলেও নিজেদের মধ্যে কোন্দল, আদর্শে ও ভিন্নতা, বাঙালি জাতীয়তাবাদের প্রতি দৃঢ় অঙ্গীকারের অভাবে এই যুক্তফ্রন্ট জনগণের কাছে প্রদত্ত ওয়াদা অনুযায়ী আশা পূরণে ব্যর্থ হয়। জনগণ হতাশ হয়ে পড়ে। পাকিস্তানে আইউব খানের মার্র্শাল ল আসলে মন্দের ভালো হিসেবে বাঙালিরা স্বাগত জানায় অনিচ্ছা সত্ত্বেও। কারণ জনগণের কাছে কোন বিকল্প ছিল না। বিশেষ করে ছাত্রসমাজ ছিল বিক্ষুব্ধ কিন্তু সামনে কোন রাজনৈতিক কর্মসূচী ও লক্ষ্য নাই। সারাবিশে^ তখন বাম রাজনীতির জোয়ার। বিশ^ সাম্রাজ্যবাদী শক্তি ও সমাজতন্ত্র এই প্রশ্নে দ্বিধাবিভক্ত। কৃষক শ্রেণির পরিবার থেকে আগত ছাত্রসমাজ পিতা-মাতার আকাক্সক্ষা এবং বিশ^রাজনীতির মধ্যে সমন্বয় করতে গিয়ে সমাজতন্ত্রের প্রতি তাঁদের সমর্থনের ঝোঁক থাকলেও সারা পাকিস্তানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল সম্ভব কিনা, এই নিয়ে ছিল দ্বিধাদ্বন্দ্ব। কারণ রাষ্ট্রীয় ক্ষমতার ভরকেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনী, আমলাতন্ত্র, আর্র্থিক ক্ষমতা সবকিছুতেই এগিয়ে ছিল পশ্চিম পাকিস্তান। তার উপর বৃহৎ ভৌগোলিক এলাকা যেমন একটি গুরুত্বপূর্ণ ছিল, তেমনি ঐতিহাসিকভাবে পশ্চিমাঞ্চল ছিল মুসলিম ঐতিহ্যে অগ্রগণ্য। সংখ্যাগিরিষ্ঠ মুসলিম জনসাধারণের ধর্মীয় ভাবাবেগের কারণে পশ্চিম পাকিস্তানের প্রতি এক ধরনের সহমর্মিতা এবং দুর্বলতা গড়ে উঠেছিল। ছিল ভয়মিশ্রিত আবেগ। ফলে সার্বিকভাবে মধ্যবিত্ত শ্রেণি এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার একটি সুপ্ত বাসনা পোষণ করলেও মনে ছিল দ্বিধাদ্বন্দ্ব। পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তান ভাষা ও সংস্কৃতি দিক থেকে ছিল এগিয়ে। সেই সাথে সংখ্যায় পাকিস্তানে বাঙালি ছিল সংখ্যাগরিষ্ঠ। ফলে ক্ষমতার ভরকেন্দ্রে পশ্চিম পাকিস্তানের বিশেষ করে পাঞ্জাবীর আধিপত্য বাঙালিকে পীড়া দিত, তেমনি অর্থনৈতিক বৈষম্যের ক্রমাগত বৃদ্ধি আরো ক্ষুব্ধ করে তুলে। দেশের উন্নয়নের সিংহভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয় হতো। অথচ কোরিয়ান যুদ্ধকে কেন্দ্র করে পাটের চাহিদা বৃদ্ধির ফলে বিশাল বৈদেশিক আয়ে পাকিস্তান ফুলে ফেঁপে উঠে। অথচ এই পাট উৎপাদিত হতো পূর্ব পাকিস্তানে। বাঙালি কৃষকদের উৎপাদিত পাট থেকে এবং বাঙালি শ্রমিকের শ্রমে জুট মিল থেকে সিংহভাগ বৈেিদশিক মুদ্রার সামান্য অংশ ব্যয় হতো পূর্ব পাকিস্তানে। প্রায় সব জুট মিলের মালিক পশ্চিম পাকিস্তানী থাকায় পূর্ব পাকিস্তানের চাকুরী এবং সুযোগ সুবিধা একচেটিয়া ভোগ করতো পশ্চিম পাকিস্তানীরা। স্বাভাবিকভাবে পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ ভবিষ্যতে তাঁদের চাকুরী সুযোগ-সুবিধা সংকুচিত হওয়ার আশংকায় শংকিত হয়ে উঠে। ভাষার মাধ্যমে বাঙালিকে কোনঠাসা করার উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় শিক্ষানীতির মাধ্যমে শিক্ষাকে সংকুচিত করার পরিকল্পনা করে। আইউব খানের সামরিক শাসনের মাধ্যমে বাঙালি আশা করেছিল এই বৈষম্যের প্রতিকার হবে। কিন্তু শিক্ষানীতির মাধ্যমে গোড়া থেকে বাঙালিকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র করে। সেই সাথে মৌলিক গণতন্ত্রের নামে ইউনিয়ন কাউন্সিলের সদস্যদের ভোটে সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করে।

পাকিস্তান সৃষ্টির পর পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের যে সকল ক্ষমতা ছিল, ধীরে ধীরে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট পদ্ধতির শাসন চালু করে একব্যাক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়। সামরিক শাসনের মাধ্যমে ১৯৬২ সালের নতুন সংবিধানের প্রাদেশিক সরকার তথা পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের আজ্ঞাবহ হিসেবে গণ্য করা হয়। এই পরিস্থিতিতে তরুণ সমাজের মধ্যে এখান থেকে পরিত্রাণের পথ খুঁজতে গিয়েই নিউক্লিয়াসের জন্ম। শিক্ষানীতি বিরুদ্ধে আন্দোলন সফল হওয়ায় তাঁদের আত্মবিশ^াস বেড়ে যায়। পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক আচরণ এবং আধিপত্য মুক্তির একটায় রাস্তা ছিল বাঙালির নিজস্ব রাষ্ট্র। অর্থাৎ বাঙালিকে স্বাধীনতা অর্জন করতেই হবে। এই ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্তের বর্হিপ্রকাশ হলো এই নিউক্লিয়াস। কার মাথায় থেকে প্রথম আসছে সেটার চেয়ে বড় হলো ৩ জন একটি নিউক্লিয়াসের মাধ্যমে একত্রিত হয়েছে। প্রথমে তরুণ সমাজ, ছাত্রসমাজ এবং রাজনৈতিক দলকে সম্পৃক্ত করেছে এটা বিশাল বড় ঘটনা। হয়তো ইতিহাস তাঁদের অবদানকে অস্বীকার করবে। তাদের আত্মত্যাগ অবমূল্যাযন করবে। কিন্তু বঙ্গবন্ধুর ৬ দফার আন্দোলনে, আগরতলা মামলার বিরুদ্ধে রুখে দঁড়ানো, ১৯৬৯ এর গণঅভূত্থান, ১৯৭০ সালে ধ্বস নামানো বিজয় এবং মুক্তিযুদ্ধে নিউক্লিয়াসের অবদানকে কোনদিন অবমূল্যায়ন করা সম্ভব হবে না। ইতিহাসকে কোনদিন চিরস্থায়ীভাবে মুছে ফেলা যায় না। শুধু সাময়িকভাবে বিভ্রান্ত করা যায়।

লেখক : রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট