চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শহীদ মিনারের প্রতি শ্রদ্ধাশীল হোন

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনকারী শহীদদের স্মরণে নির্মিত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিটি বাঙালির প্রাণের স্পন্দন। শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে ওঠা নিষেধ হওয়া সত্ত্বেও অনেকেই তা মানতে চায় না; এমনকি অনেক শিক্ষিত ও সমাজসচেতন মানুষও এই অভ্যাসে গা ভাসিয়ে দিচ্ছেন। বিকেলবেলায় শহীদ মিনারের বেদি হয়ে ওঠে প্রেমিকযুগলদের বিচরণক্ষেত্র। যেখানে তাদের জুতা পায়েই দেখা যায়।

অনেক সময় বাদামের খোসা এবং পরিত্যক্ত ওয়ান টাইম চায়ের কাপে নোংরা হয়ে থাকে শহীদ মিনার চত্বর। মানবিক শ্রদ্ধাবোধের দিকটি বিবেচনা করলে এটা মেনে নেওয়া কষ্টকর। এ ব্যাপারে আশু ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ফরহাদ আলী
শিক্ষার্থী, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট