চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দিবস উদ্যাপনের পাশাপশি চাই তাৎপর্যপূর্ণ অনুধাবন

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৪৫ পূর্বাহ্ণ

৩৬৫ দিনে এক বছর। বছরের প্রায় প্রতিটি দিনই কোন না কোন দিবস হিসেবে পালিত হয়ে থাকে; হোক সেটি আন্তর্জাতিক কিংবা স্থানীয়ভাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা আড়ম্বরপূর্ণভাবে দিবস পালন করে থাকলেও দিবসটির মর্ম বুঝি না। একই ডিজাইনের টি-শার্ট পরিধান করে, ব্যান্ডপার্টির তালে র‌্যালির পরে আলোচনা সভা বা সেমিনার আয়োজনের মাধ্যমেই নিহিত থাকে আমাদের দিবস পালনের পরিধি। বছর ঘুরে যে-কোন দিবস আমরা একপ্রকার উৎসব হিসেবেই পালন করে থাকি, কিন্তু দিনটির কি তাৎপর্য তা অনুধাবন করার চেষ্টা করি না। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে মাতৃভাষার দাবিতে ভাষা শহীদদের স্মরণ করে রাখতে আমরা শুধুমাত্র জাতীয়ভাবেই পালন করি না, বরং এটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। কিন্তু আমরা যেন শহীদ মিনারে খালি পায়ে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্যেই দিবসটিকে সীমাবদ্ধ করে রেখেছি। ঐদিন সভা-সেমিনারে মাতৃভাষা চর্চার গুরুত্ব, ভাষার অপব্যবহার রোধ সম্পর্কে বহু আলোচনা হয়ে থাকে; কিন্তু দিনটি পার হলেই আমরা সব ভুলে যায়। দুঃখজনক হলেও সত্য যে, ভাষা বিকৃতিকরণের এখন প্রতিযোগিতা চলছে। আর এটি করাও যেন এক প্রকার ফ্যাশনে পরিণত হয়েছে। দেশের কতজন নাগরিক পরিপূর্ণ শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারেন তা জরিপ করলে হয়ত ভয়াবহ আশঙ্কাজনক সংখ্যায় উঠে আসবে। বাংলার সাথে ইংরেজির মিশ্রণ যেন এখন ডাল-ভাতের মতো সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে ভাষার জন্য আমাদের দামাল ছেলেরা নিজের জীবন দিয়ে গেছেন, সেই ভাষা রক্ষার জন্য সংগ্রাম করা আমাদের জাতিসত্তার জন্যই বড় লজ্জাজনক। একইভাবে আজকাল টেলিভিশনে প্রচুর নাটক ও ধারাবাহিক নাটক দেখানো হচ্ছে তাতে বিদঘুটে উচ্চারণে বাংলা ভাষা বিপর্যস্ত।

আবার বিভিন্ন মনীষীর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী আমরা পালন বড় আকারে উদযাপন করে থাকি ঠিকই, কিন্তু তাদের জীবনী থেকে শিক্ষা নিতে আমরা ভুলে যায়। বিশ্ব নারী দিবস, বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব শ্রমিক দিবসসহ যত দিবস আছে; পালনের সাথে সাথে আমাদের এর তাৎপর্য অনুধাবন করতে হবে। অপরদিকে টাকা খরচ করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দিবস উদযাপন যদি আমাদের কোন আত্মিক পরিবর্তনই না ঘটে, তবে সকল উদযাপনই বৃথা যাবে।

মো. আখতার হোসেন আজাদ
শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট