চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চারাগাছের যৌতুক

মোহাম্মদ আবু মনসুর

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫১ পূর্বাহ্ণ

যৌতুকের বিরুদ্ধে সরকারের নানা পদক্ষেপের পরও এই অভিশপ্ত প্রথা বন্ধ হচ্ছে না। বর্তমান সময়ে বিয়ে মানেই বরকে একটি মোটরসাইকেল উপহার দেয়া, তার পাশাপাশি আসবাবপত্র তো আছেই। যৌতুক একটি সামাজিক ব্যাধি। আর এই সামাজিক ব্যাধি যদি আবার সামাজিক কাজে লাগে তখন কি আর ব্যাধি থাকে? তাই সবার উচিত পরিবেশ রক্ষার জন্যে যৌতুক হিসেবে চারাগাছ নেয়া। চারা গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা না থাকলে রাস্তাঘাট, স্কুল-কলেজ, প্রতিবেশীর জায়গায় রোপণের ব্যবস্থা নেয়া যেতে পারে। এতে উপকার হবে দেশ ও দশের। আমাদের ২৫% বনাঞ্চল থাকা প্রয়োজন। কিন্তু আছে মাত্র ১৩ শতাংশ। যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারছে না। পরিবেশ আছে হুমকির মুখে। তাই গাছ লাগানো ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতি আমাদের নেই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট