চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জননিরাপত্তার স্বার্থে ফুটপাতে বাইসাইকেল ও বাইক চলাচল বন্ধ করুন

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৫ পূর্বাহ্ণ

আজকাল ফুটপাতের উপর দিয়েই সাইকেল এমনকি দ্রুতগামী বাইক চলাচল বিশেষ ভাবে লক্ষণীয়। দেশের সবকটি ব্যস্ততম নগরীগুলোর নিত্য নৈমিত্তিক চিত্র হয়ে দাঁড়িয়ে যাচ্ছে । যেন মনে হয় কোনো রাস্তা থেকে এই বুঝি সে উড়ালসেতুতে উঠে পড়ল। কেন এমন করছে এমন প্রশ্নের উত্তর হয়তো দু’টি। এক. হতে পারে জ্যাম, দুই. প্রতিযোগিতামূলক মোবাইল ‘কার রেসিং’ গেমসের মতো একে অপরকে টপকে যাওয়ার নির্বিকার স্পৃহা। নানান সমস্যার মধ্যে সৃষ্ট সমস্যাগুলো হলো হাঁটা-চলায় বিঘœতা,আহত হওয়ার সম্ভাবনা এবং দেশের আইনের প্রতি অশ্রদ্ধা বেশী অনুভবনীয়। এতে করে জনগণ বিব্রতবোধ করলেও কিচ্ছুটি করার থাকে না। আজকে প্রেসক্লাব এলাকায় দাঁড়িয়ে থাকা কালে একটা বাইক তেড়ে আসছিল। জনগণ দু’পাশে সরে পরে এমনকি অনেকে রাস্তায়ও নেমে পরতে বাধ্য হয়। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এদেরকে জরিমানার আওতায় আনা এমনকি ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ করা। এই সমস্যার আশু সমাধান আমি এবং আমরা চাই।

নাবিল হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট