চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিবেশ দূষণ রোধে চাই সচেতনতা

৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৪৪ পূর্বাহ্ণ

সু-স্বাস্থ্যই সকল সুখের মূল। বর্তমানে মানুষের অসুস্থ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে দূষিত পরিবেশ। বাংলাদেশে মৃত্যুর ২৮ শতাংশ শুধুমাত্র পরিবেশ দূষণজনিত কারণে হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে সাধারন যাত্রীরা। এই মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলতে দেখা যায়। এমন এমন জায়গায় ঢাকা-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বড় বড় ময়লা ভর্তি ডাস্টবিনগুলো রাখা হয়, যেখান থেকে যাত্রীরা গাড়ীতে উঠানামা করে। রাস্তার পাশে এসব ময়লা ফেলার কারণে দুর্গন্ধে মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

এসব স্থান দিয়ে চলাচলের সময় নাকে হাত দিয়ে দুর্গন্ধ থেকে পরিত্রাণের চেষ্টা করা হলেও বাতাসের কারণে দুর্গন্ধ অনেক দূর পর্যন্ত নাকে আসছে। এসব দুর্গন্ধ শুধুমাত্র মানুষের চলাচলে সমস্যা করে না বরং মানুষের কিডনি রোগ, বধিরতা, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, মস্তিষ্কজনিত রোগ সহ বিভিন্ন রোগ-ব্যাধি সৃষ্টি করে। এছাড়াও ময়লা-আবর্জনাগুলো বর্ষাকালে পানির সাথে মিশে মাটি ও পানিকে দূষিত করে। আর মাটির সাথে মিশে যাওয়া ক্ষতিকর উপাদানগুলো সবুজ উদ্ভিদের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। আমাদের পরিবেশের যেখানে সেখানে ছিটিয়ে আছে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত যেখানে সেখানে এগুলো না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা এবং এ ব্যাপারে জনসচেতনতা তৈরী করা। পাশাপাশি প্রশাসনের সুদৃষ্টি অবশ্য জরুরি। যাতে সাধারণ মানুষের চলাচলের কোন সমস্যা না হয়। এক কথায় সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে।

জিসান মাহমুদ
চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট