চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জনস্বার্থে মশা নিধনের ওষুধ ছিটানো প্রসঙ্গে

৩০ জুলাই, ২০১৯ | ১:২৩ পূর্বাহ্ণ

আমরা ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া ওয়ার্ডস্থ’ ডি.সি রোড, দেওয়ানাবাজার, ভরাপুকুর পাড় এলাকার বাসিন্দা। গত কদিন আগে বর্ষার প্রবল বৃষ্টির ফলে আমাদের এলাকা হাঁটুজল পর্যন্ত নিমজ্জিত ছিল। এতে করে নানা স্থানে পানি জমে থাকায় এডিস মশা ডিম ছাড়ে তার ফলে এলাকায় এডিস মশার উৎপাত প্রায় কয়েক গুণ বেড়েছে। এডিস মশার কামড়ে এলাকার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। এখন সন্ধ্যা হলেই এলাকার প্রতিটি ঘরের মানুষ মশা আতঙ্কে দিনপার করছে। বিশেষ করে শিশুদেরকে এই ডেঙ্গু জ্বরে খুব দ্রুত আক্রান্ত করছে। তা ছাড়া শিক্ষার্থীদের মশার কামড়ে পড়াশুনার খুব ব্যাঘাত ঘটছে। মোটকথা এলাকার সকলে এডিস মশা আতঙ্কে দুর্বিষহ জীবন-যাপন করছে। অতএব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আব্দুল ওয়াহেদ
দেওয়ানাবাজার, ভরাপুকুর পাড়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট