চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নাগরিক দায়িত্ব পালন করুন

২৯ জুলাই, ২০১৯ | ১:০২ পূর্বাহ্ণ

একটি দেশ ও জাতির উন্নয়নে সুনাগরিকের ভূমিকা অপরিসীম, শুধুমাত্র সরকারী লোকেরা দেশের জন্য সব করবে, আর নাগরিকরা তা ভোগ করবে, এভাবে কোন দেশই এগিয়ে যেতে পারে না। একজন নাগরিক নিজের দৈনন্দিন কাজগুলো সম্পাদনের পাশাপাশি যত্রতত্র ময়লা আবর্জনা, কলার খোসা, প্লাস্টিকের বোতল ফেলবে না, কোন অপরাধীকে সনাক্ত করতে পারলে আইনে নিজের হাতে তুলে না নিয়ে সাথে সাথে অপরাধীকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে, নিয়মিত আয়কর, ভূমির খাজনা, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ওয়াসা বিল, টেলিফোন বিল নিয়মিত পরিশোধ করবে, সমাজের বিপদগ্রস্ত ও অসহায় মানুষকে সাধ্যমত সহযোগিতা করবে, রাস্তা পারাপারে অন্ধ ও অসুস্থ মানুষকে সহযোগিতা করবে এবং সর্বোপরি চলার পথে যেকোন প্রকার মানবিক ও নাগরিক দায়িত্ব পালন করলেই একটি দেশ এগিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্যে এবং মানুষে মানুষে অটুট হবে ভ্রাতৃত্বের বন্ধন, যা সমাজকে আদর্শ ও মানবিক সমাজে পরিণত করে।

জুবায়ের আহমেদ

ডিপ্লোমা ইন জার্নালিজম
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া(বিজেম)

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট