চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কারিগরি শিক্ষার যথাযথ প্রসার ঘটানো প্রয়োজন

২৯ জুলাই, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

উন্নত দেশ গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব। কিন্তু বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রসার তেমন ঘটেনি। শিক্ষাবান্ধব বর্তমান সরকার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপরের পদক্ষেপ নিতে পারে। সাধারণত সভা, সেমিনার ও বক্তৃতায় কারিগরি শিক্ষা যতটা গুরুত্ব পায় বাস্তবে তার গুরুত্ব অধিক। বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমানো কর্মীরা সেখানে অনেক হাড়ভাঙা পরিশ্রম করেন কিন্তু তাদের কারিগরি শিক্ষা না থাকার কারণে তাদেরকে অদক্ষ বা আদা-দক্ষ শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া হয়। ফলে তারা শ্রমের উপযুক্ত মূল্য পাচ্ছে না। তাদের যদি কারিগরি শিক্ষা থাকতো, একই শ্রমে তারা উপযুক্ত মূল্য পেতো যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতো। বর্তমান কারিগরি শিক্ষাকেন্দ্রে পর্যাপ্ত দক্ষ শিক্ষকের অভাব, ল্যাবে যন্ত্রপাতির ও দক্ষ মনিটরিং ব্যবস্থার অভাব। এসব সমস্যার সমাধান করতে পারলে কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশ কেবল বেকারত্ব মুক্তই হবে না, বরং দেশ দক্ষ জনশক্তিতেও রূপান্তরিত হবে। দেশে মানসম্মত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বাড়ানোসহ, কারিগরি শিক্ষার মান আন্তর্জাতিক করণ সময়ের দাবি। এ ব্যাপারে সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি।

নুরুজ্জামান মাহমুদ বায়জিদ
ঢাকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট