চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পর্যটনশিল্পের নতুন দুয়ার কাট্টলী বিচ

২৫ জুন, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

মূল শহরের খুব কাছে হওয়ায় প্রতিদিন মানুষের জোয়ার হয় এই সমুদ্রসৈকতে। ছুটির দিনগুলোতে মানুষের ভিড়ে তিল পরিমাণ জায়গা পাওয়া যায় না। প্রথম দেখায় যে কারো মন কেড়ে নেবে এই সৈকত। চোখ জুড়ানো উড়ি ঘাসের সবুজ সৈকত, ম্যানগ্রোভ বন, ছোট ছোট খাল, বনের ফাঁক দিয়ে দেখা মিলবে পাখির। জেলে নৌকা, অদূর বঙ্গোপসাগর বহিঃনোঙ্গরে ভাসমান জাহাজের দৃশ্য, সন্ধ্যা নামলে সাগরের গর্জন কানে ভেসে আসে। আরেকটু আঁধার নামলেই তারার মতো জ্বলে ওঠে সমুদ্রে ভাসমান জাহাজগুলো। সেইসঙ্গে দেখা মিলবে সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো মনোরঞ্জক কত প্রাকৃতিক দৃশ্য। জেলেদের সঙ্গে সাগরের অদেখা মিতালি যেন মিশে আছে। নির্জন এ সৈকতে প্রতিদিন অগণিত মানুষের ভিড় চোখে পড়ার মতো। বলছিলাম কাট্টলী বিচের কথা।
বঙ্গোপসাগরে বুক চিরে গড়ে ওঠা এ বিচ। ভ্রমণপিপাসু মানুষের জন্য নিসর্গ। বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর পাশে এর অবস্থান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ৫ মিনিটের পথ। সম্প্রতি সিডিএ আওতাধীন প্রকল্পের ট্রোল রোড হওয়ার কারণে মানুষের আনাগোনা বেড়ে গেলেও অবকাঠামোগত উন্নয়ন এবং প্রচার-প্রচারণার অভাবে বঞ্চিত হচ্ছে অনেক সুবিধা থেকে। তাই আধুনিকায়নের পাশাপাশি স্বাস্থ্যসম্মত হোটেল এবং রিসোর্ট গড়ে উঠলে এখানে উন্মোচিত হবে পর্যটনশিল্পের নতুন দুয়ার।

জাহিদ হাসান
চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট