চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবেগ

মোহাম্মদ তারেক

২৫ জুন, ২০১৯ | ১:০৮ পূর্বাহ্ণ

মানুষের জীবনে দুটি সত্ত্বা কাজ করে। আবেগ আর বাস্তবতা। মানুষের জীবনে এই দুটি জিনিসেরই দরকার আছে। কেউ যদি সবসময় আবেগকে প্রাধান্য দেয়, মন যা চায় তাই করে, তাহলে সে জীবনের প্রতিটি পর্যায়েই পরাজিত হতে বাধ্য।
কেননা শুধুমাত্র আবেগ তাড়িত জীবন তাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। মনের আবেগ মানুষকে সাময়িক সময়ের জন্যে শান্তি এনে দিতে পারে, মনকে প্রফুল্ল রাখতে পারে কিন্তু দীর্ঘ স্থায়ী শান্তি এনে দিতে পারে না।
মানুষের জীবনে আবেগ থাকবেই। আবেগকে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনে সফলতা আসবে এটা নিশ্চিত করে বলা যায়। মানুষ যখন আবেগের মধ্যে থাকে, তখন বাস্তবতাকে তার কাছে অনেক তুচ্ছ মনে হয়। কিন্তু আবেগ যখন এক সময় কেটে যায় তখন সে হতাশায় নিমজ্জিত হয়।
কারণ আবেগে জীবনের অনেক মুল্যবান সময় কেটে গেছে। তখন শত চেষ্টা করেও জীবনের সেই ঘাটতি আর পূরণ করা যায় না। তাই আবেগকে নিয়ন্ত্রণ করা শিখুন। বাস্তবতাকে সবসময় জীবনের সামনে রাখুন। কোন কাজ করার সময় নিজের বিবেককে একবার হলেও জিজ্ঞাসা করুন, আপনি কি করছেন, কেন করছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট