চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিজের ধর্মে রাখো বিশ্বাস অন্যের ধর্মে শ্রদ্ধা

১৩ জুন, ২০১৯ | ১২:৪১ পূর্বাহ্ণ

হে নতুন প্রজন্ম,
তোমরাতো জানোই ধর্ম মানুষকে বিনয়ী হতে বলে। ধর্ম শিক্ষা দেয় সততার। দীক্ষা দেয় মানবিকতার। পৃথিবীর সব ধর্মই বলে বড়দের শ্রদ্ধা করো। মা-বাবাকে সন্মান করো। মানুষকে ভালোবাসো। মিথ্যাকে পরিত্যাগ করো। অহংকার থেকে দূরে থাকো।
শোন আগামীর কান্ডারীরা,
ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকো। আর মনে রেখো, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। হাতে অস্ত্র নিয়ে, গায়ে বর্ম পড়ে শুধু নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলতে যেওনা। বরং কর্ম দিয়ে প্রমাণ করে দাও তোমার শ্রেষ্ঠত্ব। মানবতাকে জয় করে নাও তোমার ভালোবাসা দিয়ে। নিজের ধর্মে রেখো বিশ্বাস, অন্যের ধর্মে শ্রদ্ধা।
মাহে রমজান থেকে শিক্ষা নাও।
গরীব দুঃখীর পাশে দাঁড়াও।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট