চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঈদ হোক সবার জন্য

২ জুন, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ণ

ঈদ মানে আনন্দ। খুশির ঈদকে সামনে রেখে প্রতিক্ষায় কাটছে আমাদের প্রতিটি প্রহর। কিন্তু এই খুশির মাত্রা কি সকলের ঘরেই একই রকম? রমজানে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকা সামর্থ্যবানদের জন্য এক মাসের হলেও অনেক পরিবারের কাছে এটি নৈমিত্তিক ব্যাপার। তাদের মাঝে ঈদের আনন্দের ফিকেটাও লাগে না। তিন বেলা দু-মুঠো খাবার জোগাড় করতে যাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়, তাদের কাছে বাহারী রংয়ের জামা, দামি পোশাক কেনা যেন সপ্নের মতো! ঈদের দিনে অনেক পরিবারেই সামান্যতম ভালো খাবার পর্যন্ত জোটে না। ঈদের আনন্দ যদি আমরা ভাগাভাগি করে নিতে পারি, তাতেই প্রসন্নতা আসবে। বিত্তবানদের উচিত এইসব গরীব অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। একটু সহযোগিতায় অন্যের মুখের অমায়িক হাসি ঈদের চাঁদ দেখার চেয়ে কোনো অংশেই যে কম নয়!

শ্রাবণী কুন্ডু
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট