চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিশ্বকাপ ভাবনা

হৃদয় হাসান বাবু

১ জুন, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

ক্রিকেট খেলার জন্মদাতা দেশ ইংল্যান্ড এর মাটিতে বিশ্বকাপ ক্রিকেট এর ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বনাম নতুন পরাশক্তি বাংলাদেশ। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের খেলায় টাইগার দলের কাপ্তান মাশরাফি ও কার্টার মাস্টর মুস্তাফিজের বোলিং তোপে পড়ে ৪৭.৩ ওভারেই ৩৩২ রানে অল আউট হয়ে যায়। ম্যাশ ও ফিজ নতুন বলে পেসের আগুন ঝরিয়ে ৪ টি করে উইকেট নেন ও বাকী দুটি নেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব ও রুবেল। জিততে হলে ৩৩৩ রানের এক ম্যাজিক ফিগারকে তাড়া করতে গিয়ে দারুণভাবে শুরু করেন টাইগার দলের সেরা ব্যাটসম্যান বাহাতি ওপেনার আমাদের চট্টগ্রামের গর্ব তামিম ইকবাল ও সৌম্য সরকার। ক্রিকেটের নতুন সংস্করণ টি টুয়েন্টির মারমার কাটকাট স্টাইলে দুজনের ওপেনিং জুটি জয়ের এক দারুণ ভিত গড়ে দেয়। আউট হওয়ার আগে তামিমের ব্যাট থেকে আসে ১৫১ রানের এক বিশাল সংগ্রহ। প্রায় অর্ধেক রান আসে তামিমের বিশ্বস্ত ব্যাট থেকে। পরবর্তীতে মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহর ব্যাট হাসতে থাকে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ৪৯.৫ বলে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান উঠে। বাংলাদেশকে জিততে হলে ইনিংসের শেষ বলে প্রয়োজন ছক্কা হাকানো আর অন্যদিকে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার জিততে হলে প্রয়োজন উইকেট ফেলানো নইলে ছক্কা চেক দেয়া। এমন টানটান উত্তেজনা খেলায়। মাঠে সরাসরি দেখছেন ভাগ্যবান লক্ষ ক্রিকেট পাগল আর টিভির পর্দায় বসে আছে কয়েকশ কোটি দর্শক। যাদের হৃদপি- দূর্বল তারা মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। শেষ বলের এমন উত্তেজনা আর নিতে পারছে না।বল করার জন্য বোলিং মার্ক থেকে দৌড়ে আসছেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। ব্যাটিং প্রান্তে প্রস্তুত কার্টার মাস্টার মুস্তাফিজ। যিনি বোলিংয়ে যেমন বিশ্ব কাঁপানো ব্যাটিংয়ে তেমন পারদর্শী নন। শুন্য রান বা ৩/৪ রানই যার নিয়মিত সংগ্রহ। এমন এক অনিশ্চিত মুহূর্তে পুরো দেশের সাফল্য-সম্মান বর্তেছে আজ ফিজ এর কাঁধে।
এমতাবস্থায় জয়ের পেন্ডুলামের কাটাটা অস্ট্রেলিয়ার দিকেই ঝুঁকে আছে। আর বাংলাদেশের মনে ক্ষীণ আশা জাগিয়ে রেখেছে অনিশ্চয়তায় ভরা ক্রিকেটের সেই সঞ্জীবনী শক্তি শেষ বলের আগেও কিছু বলা যায় না। তো শেষ বল করতে দৌড়ে আসছেন ওয়াটসন। ফুলটস বল করলেন মুস্তাফিজের শরীর বরাবর। এই অবস্থায় সেকেন্ডের কয়েক ভাগ আগেই ফিজ ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সপাটে ব্যাট চালালেন বল লং অন দিয়ে উড়ে গিয়ে সীমানার বাহিরে .. ছক্কা। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে বাংলাদেশের ১ উইকেটে অবিশ্বাস্য বিজয়। অপরাজিত চ্যাম্পয়ন হয়ে বিশ্বকাপ ক্রিকেটের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হলো বাংলাদেশ। ডাগ আউট থেকে সকল খেলোয়াড় দৌড়ে মাঠে প্রবেশ করে মাঠময় ল্যাপ অব অনার দিতে লাগলো। আর হাজার হাজার মাইল দূরত্বে টিভির পর্দায় এমন ঐতিহাসিক অর্জনে লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমি রাস্তায় নেমে আসলো। টেকনাফ থেকে তেতুলিয়া সবার মুখে একটাই স্লোগান বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ। স্বপ্নটা একদিন সত্যি হবেই- সেই অপেক্ষায় ১৭ কোটি মানুষ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট