চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জীবন কথা : মোহাম্মদ ওয়াজেদ আলী

২৯ মে, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

(১৮৯৬-১৯৫৪) : জন্ম. বাঁশদহ গ্রাম, সাতক্ষীরা সেপ্টেম্বর ১৮৯৬ (২৮ভাদ্র ১৩০৩)। সাহিত্যিক ও সাংবাদিক। গ্রামীণ ডাক্তার মুনশী মোহাম্মদ ইব্রাহিম তাঁর পিতা। স্থানীয় বাবুলিয়া উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে এন্ট্রাস পাস। কলকাতা বঙ্গবাসী কলেজে এফ এ ক্লাসে অধ্যয়ন। মওলানা মোহাম্মদ আকরাম খাঁ (দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা) ও মুজীবুর রহমান (সাপ্তাহিক ‘দি মুসলমানের’ সম্পাদক)-এর সংস্পর্শে এসে কলেজের পাঠ ত্যাগ করে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ। মওলানা আকরাম খাঁ প্রতিষ্ঠিত ‘সাপ্তাহিক মোহাম্মদী’ (১৯০৮) পত্রিকার সম্পাদকীয় বিভাগে চাকরি লাভ। দৈনিক মোহাম্মদীর (১৯২১) ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন। আশরাফ-আতরাফ সম্পর্ক নিয়ে মওলানা আকরাম খাঁর সঙ্গে মতান্তর ঘটলে চাকরিচ্যুত। ‘দি মুসলমান’ (১৯০৬), ‘দৈনিক সেবক’ (১৯২১), ‘সাপ্তাহিক খাদেম’ (১৯২৬) ও ‘সাপ্তাহিক সওগাত’ (১৯২৮)-এর সম্পাদকীয় বিভাগে দায়িত্ব পালন। দ্বিমাসিক ‘সাম্যবাদী’র (১৯২২) দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা পর্যন্ত সম্পাদনা। শাহের বানুর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ (১৯২৪)। স্বাস্থ্যহানির কারণে ১৯৩৫-এ কলকাতা ত্যাগ করে স্বগ্রাম বাঁশদহে প্রত্যাবর্তন।
বাকি জীবন সেখানে স্থায়ীভাবে বাস (১৯৩৫-১৯৫৪)। পাকিস্তানের রাষ্ট্রভাষা (বাংলা-উর্দু) বিতর্কে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের পক্ষে মতপ্রকাশ। মুসলিম স্বাতন্ত্র্যবাদী লেখক। সহজ ও সাবলীল প্রকাশভঙ্গি তাঁর প্রবন্ধসাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য। গ্রন্থ : মহামানুষ মুহসীন (১৯৪০), মরুভাস্কর (হযরত মোহাম্মদের জীবনী, ১৯৪১), সৈয়দ আহমদ , স্মার্ণা-নন্দিনী (ডটার অব স্মার্ণার অনুবাদ), হযরত মোহাম্মদ (ছোটদের উপযোগী হযরত মোহাম্মদের জীবনী, ১৯৪৮) কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ (১৯৪৯), মণিচয়নিকা (১৯৫১), মৃত্যু.বাঁশদহ, ৮ নভেম্বর ১৯৫৪।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট