চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধুকে নিয়ে ‘বুনন’

৭ মার্চ, ২০২০ | ১:৩৭ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘বুনন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে রাজশাহী কলেজ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। আগামী ১৭ মার্চ, যেদিন মুজিববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হবে, সেদিনই কলেজের অনুষ্ঠানে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

‘বুনন’-এ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার আরুক মুন্সী। বঙ্গবন্ধুর সঙ্গে তার চেহারারই বেশি মিল রয়েছে। তার পোশাক-আশাক থেকে শুরু করে চুল, গোফ রাখার ধরণ সবই বঙ্গবন্ধুর মতো। আরুক মুন্সীর পাশাপাশি জাতীয় চার নেতার চরিত্রে অভিনয় করেছেন আরও চারজন। জাতীয় চার নেতার সঙ্গে এই চার অভিনেতারও বেশ মিল রয়েছে। নাট্যজন মাহমুদ হোসেন মাসুদের গল্পে চলচ্চিত্রটির গল্প লিখেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকে সেই গল্পের শুরু হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞও ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রে। এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে কাজ চলছে সেটিও দেখা যাবে ১৪ মিনিটের এই চলচ্চিত্রে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট