চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ঈদযাত্রা নির্বিঘœ হোক

২৩ মে, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। যাত্রাপথে বিড়ম্বনার শেষ নেই। তবে বাড়ি ফেরার আনন্দের কাছে সব ভোগান্তি ম্লান। প্রতি বছরই বাড়ি ফেরার যানবাহনের টিকিট পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। টিকিট নিয়ে হাহাকারের ছবিসহ খবর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়। টিকিটের জন্য মধ্যরাত থেকে অপেক্ষা করেও সকালে শূন্য হাতে ফিরে আসার ঘটনা নতুন কিছু নয়। ঈদের সময় ট্রেন, বাস ও লঞ্চে যাত্রী জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। উৎসবে বাড়ি যাওয়ার ক্ষেত্রে টিকিট বিড়ম্বনা নাগরিক জীবনে বড় ধরনের এক সংকট। তার ওপর সড়কপথে দীর্ঘ যানজট আর ভাঙাচোরা সড়কের ভোগান্তি তো আছেই। সামনের দিনগুলোতে হয়তো এ দুর্ভোগ আরও বাড়বে। ময়মতো মেরামত ও সংরক্ষণের অভাবে দেশের মহাসড়কগুলো ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ থেকে কবে সড়কপথের যাত্রীরা রেহাই পাবেন সেটা এক বড় প্রশ্ন। এ থেকে পরিত্রাণ জরুরি। এজন্য সরকারের আন্তরিকতা ও দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।

মো. রেদোয়ান হোসেন
কাউখালী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট