চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পূর্বকোণকে জন্মদিনের শুভেচ্ছা

জিসান মাহমুদ

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪৪ পূর্বাহ্ণ

১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করেছিল চট্টগ্রামের পাঠকনন্দিত দৈনিক পূর্বকোণ। ৩৪ বছর পেরিয়ে এখন সেটি ৩৫ বছরে পা দিয়েছে। পথচলা শুরুর মাত্র আট বছরের মাথায় ১৯৯৪ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মূল্যায়ণে দৈনিক পূর্বকোণকে সেরা আঞ্চলিক দৈনিক হিসেবে উল্লেখ করা হয়। দৈনিক পত্রিকা হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে পূর্বকোণ। সৃষ্টি করেছে অনেক লেখক ও সাংবাদিক। চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপের সন্তান হিসেবে দেখেছি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লিখতে। চট্টগ্রামের উন্নয়ন, জনমানুষের অধিকার এবং গণতন্ত্রের কথা বলে আসছে। বলে আসছে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপ্ন-লালিত বাংলাদেশ প্রতিষ্ঠার কথা। পূর্বকোণ এখন পাঠকের কাছে যেমন জনপ্রিয়তা অর্জন করেছে তেমনি লেখকদের কাছেও এটি জনপ্রিয়তার শীর্ষে। প্রতিদিন তরুণরা দেশের সমস্যা-সম্ভাবনা নিয়ে লিখে থাকেন পূর্বকোণে। চট্টগ্রামের অন্য কোন পত্রিকায় দেখিনি এভাবে তরুণ প্রজন্মের লিখা প্রতিনিয়ত তুলে ধরতে। আমি নিজেও পূর্বকোণের একজন নিয়মিত লেখক।

প্রবাসে থেকে নিজের লিখাটা যখন পূর্বকোণ ই-পেপারে দেখি তখন আনন্দের শেষ থাকে না। ৩৫ বছর আগে যাত্রা শুরু করা দৈনিক পূর্বকোণ চট্টগ্রামের সংবাদপত্র জগতে আধুনিকতার সূচনা করেছিল। বর্তমানে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন মিডিয়াও পাঠকের কাছে সমাদৃত। সত্য ও ন্যায়ের পথে এভাবে এগিয়ে যাবে গণমানুষের প্রিয় পত্রিকা সেই কামনা করি। ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে পূর্বকোণের সাথে জড়িত সকলের প্রতি শুভেচ্ছা রইলো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট