চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

অবহেলিত প্রতিভা

২৭ এপ্রিল, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

কিছু কিছু প্রতিভাবান চিরকাল অবহেলিত থেকে যান, তাঁদেরই একজন কণ্ঠশিল্পী ও ছবি সংগ্রাহক সৈয়দ আবদুল আহাদ। ছোটবেলা থেকে তিনি মঞ্চে গান করতেন। এফডিসি, রেকর্ডিং স্টুডিও, ফিল্ম পাড়ায়, বেতার-টেলিভিশনে তাঁর যাতায়াত ছিল। অনেকেরই জানা ছিল, তিনি ভালো গান করেন। কিন্তু কেউ-ই তাঁকে নিয়ে ভাবেননি। কেউই এগিয়ে আসেননি তাঁর প্রতিভা বিকাশে। তাঁর মাঝে লুকিয়ে ছিল সংগীত প্রতিভা—সে লুকানো প্রতিভা প্রকাশিত হলো তাঁর জীবনের পড়ন্ত বেলায় অর্থাৎ ৯০ বছর বয়সে একটি ভিডিও গানের অ্যালবাম প্রকাশের মাধ্যমে। ‘তুমি জান প্রিয়া’ তাঁর সেই গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে।
গানের মিউজিক ভিডিওতে তিনিই গায়ক আবার তিনিই মডেল। এই মিউজিক ভিডিও অ্যালবামে তিনি গানগুলি গেয়েছিলেন মৃত্যুর ১ মাস আগে। শুধু গান নয়, তিনি ছিলেন পুরনো চলচ্চিত্র সংগ্রাহকও। সৈয়দ আবদুল আহাদ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জন্মলগ্ন থেকে ছবি সংগ্রহ করার কাজে জড়িত ছিলেন। তিনিই ঢাকার প্রথম নির্বাক চলচ্চিত্র ‘দি লাস্ট কিস’-এর সংগ্রাহক। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পেছনে বহু বছর পার করে পুরনো ছবি, ছবির পোস্টার, ছবির স্টিলসহ কতকি সংগ্রহ করে রাখলেন। অথচ বাংলাদেশ ফিল্ম আর্কাইভও তাঁর তিল পরিমাণ মূল্যায়ন করেনি। আসল কথা হলো, আমরা নিতে জানি, দিতে জানি না। জীবনের দীর্ঘসময় তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পেছনে ব্যয় করলেন, অথচ তার স্বীকৃতি নেই। সৈয়দ আবদুল আহাদের বিষয়ে কি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কিছু ভাববে?

লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট