চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কৃষকদের উৎসাহ দিন

২২ মে, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান আমাদের কৃষকসমাজ। বাংলার ১৬ কোটি মানুষের মুখের আহার জোগান দেন এই কৃষক। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ। অধিক জনসংখ্যার কারণে চাহিদা বাড়ছে অধিক খাদ্যের। এদিকে ন্যায্যমূল্য না পাওয়ার কারণে আদর্শ কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছে ফসল ফলানো থেকে। ফসল ফলাতে গিয়ে লাভের চেয়ে লোকসানের পাল্লাই ভারী। সরকারি উদ্যোগে কৃষকদের ফসল ফলানোর জন্য উৎসাহ প্রদান, আবাদি ফসলের ন্যায্যমূল্য দেয়ার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। অন্যথায় বাংলাদেশকে পড়তে হবে খাদ্য ঘাটতির দ্বারপ্রান্তে। বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আজিজুর রহমান
চকরিয়া, কক্সবাজার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট