চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরি চাই

২১ মে, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

যে জাতি যতো বেশি শিক্ষিত, সে জাতি ততো বেশি উন্নত! তাইতো বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদন্ড। জাতির মেরুদন্ড শক্ত করার জন্য প্রয়োজন বই পড়া। আর বই পড়ার জন্য প্রয়োজন একটি সুশৃঙ্খল পরিবেশ, যা একমাত্র হতে পারে লাইব্রেরি। কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে কোন লাইব্রেরি নেই। ফলে শিক্ষার্থীরা লাইব্রেরিতে সময় কাটানোর বিপরীতে তারা আড্ডা দিচ্ছে বিভিন্ন স্থানে। বই মানুষের জ্ঞানভা-ার যেমন সমৃদ্ধ করে, তেমনি মানবতাকে সমৃদ্ধ করে। যারার বই পড়ে তারা কখনো বখাটে হয় না। তারা মা-বাবাকে মান্য করে, অপরাধকে ঘৃণা করে। অপরাধ দমনে কাজ করে। যার ভিতরে মানবতা সমৃদ্ধ একটি আত্না আছে সে কখনই অপকর্ম ও অসামাজিক কাজে কোন ভাবেই লিপ্ত হতে পারে না, কারণ তার বিবেক তাকে বাধা দিবে। তাই শিক্ষার্থীদের শুধু সনদপত্র অর্জনের জন্য শিক্ষা নয়, একটি সমৃদ্ধ বিবেকবান জাতি হিসেবে তৈরি করার জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে লাইবেরির ব্যবস্থা করা প্রয়োজন।

শামীম শিকদার, চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট