চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দক্ষিণ জেলা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভায় বক্তারা

মানুষের কল্যাণে কাজ করাই হোক মুজিব বর্ষের শপথ

২৪ জানুয়ারি, ২০২০ | ৯:৩২ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সালাহউদ্দিন লিটন।

এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আ.লীগের সিনিয়র সহ সসভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। মুখ্য আলোচক ছিলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি শফর আলী।

এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, কেন্দ্রীয় মহিলা আ.লীগের সদস্য হাসিনা জাফর, জামাল খান ওয়ার্ড আ.লীগের সিনিয়র সহ সভাপতি হাজী মো. শাহাবুদ্দীন, কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, অধ্যক্ষ আবু আহমদ, মুক্তিযোদ্ধা পল্টু লাল সাহ, নাট্যজন সজল কান্তি চৌধুরী, দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ, লায়ন এ.কে.জাহেদ. চৌধুরী, আসিফ ইকবাল, কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা এম এ সালাম, রমিজ উদ্দীন, এস.এম.লিয়াকত হোসেন, বিজয় শংকর চক্রবর্তী, ডা. রতন চক্রবর্তী, আনোয়ারা আলম, ফিরোজ চৌধুরী প্রমুখ। সভায় প্রধান অতিথি নঈম উদ্দীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালি জাতির একটি ঐতিহাসিক মুহূর্ত। মহান স্বাধীনতা আন্দোলনে বিজয়ের পর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সে দিন পাকিস্তানী কারাগার থেকে মুক্ত হয়ে প্রিয় স্বদেশ স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তনের মাধ্যমে এদেশের বিজয়ের মূল চেতনা বাঙালি দেখতে পেয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট