চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটি রাখাইন পল্লী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

পূর্বকোণ প্রতিনিধি, রাঙামাটি

২৪ জানুয়ারি, ২০২০ | ৯:১১ পূর্বাহ্ণ

‘উন্নয়নের জন্য উচ্ছেদ নয়’ প্রতিপাদ্যে বেড়িবাঁধ বা সুপার ডাইক নির্মাণের জন্য ঐতিহ্যবাহী প্রায় ৪০০ বছর ধরে বসবাসরত কক্সবাজার জেলার চৌফল-ী রাখাইন পল্লী, বৌদ্ধ বিহার ও শ্মশানসমূহ উচ্ছেদের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাঙামাটিতে বসবাসরত রাখাইন সম্প্রদায়।

গত ২০ জানুয়ারি সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ব্যানার নিয়ে যোগদান করে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ।

মানববন্ধনে সাংবাদিক উচিং ছা রাখাইন কায়েসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহমেদ, রাঙামাটি নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সহকারী সাধারণ সম্পাদক এফ জিসান বখতিয়ার, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙামাটি জেলা কমিটির সভাপতি রাম্রাচাই মারমা, সাধারণ সম্পাদক মংশিচিং মারমাসহ রাঙামাটি রাখাইন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনশেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট