চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে বেগুন চুরির ঘটনায় মারামারিতে নিহত-১

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

২৪ জানুয়ারি, ২০২০ | ৯:১১ পূর্বাহ্ণ

উপজেলার খিরামে গত ২১ জানুয়ারি দিবাগত রাতে বেগুন চুরির ঘটনার অভিযোগে দুই যুবকের মধ্যে মারামারিতে জামাল উদ্দিন প্রকাশ সাহেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের পরিবারের দাবি, এলাকায় তাদের শত্রু রয়েছে তারা কৌশলে খুনের ঘটনাটি ঘটিয়েছে।

স্থানীয় এবং থানা সুত্রে জানাগেছে, গত ২১ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উক্ত এলাকার লক্ষীবাপের চর এলাকায় নিজেদের বেগুন ক্ষেত পাহারা দিতে যায় জামাল উদ্দিন প্রকাশ সাহেদ নামে এক যুবক। এ সময় পাশের ক্ষেতে ইলিয়াছ নামে অপর এক ব্যক্তি তার বেগুন ক্ষেত পাহারা দিচ্ছিল। এক পর্যায়ে একে অপরের ক্ষেত থেকে বেগুন চুরির অভিযোগে দুজনের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে ইলিয়াছ পেছন দিক হতে শাহেদকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে সে মারাত্মকভাবে জখম করে। এক পর্যায়ে মারামারিতে দুজনেই আহত হয়। তাদের ঝগড়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের দুজনকে ক্ষেত থেকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত জামাল উদ্দিনকে চমেক হাসপাতালে নেবার পথে জামাল উদ্দিনের মৃত্যু হয়। নিহত জামাল উদ্দিন খিরাম ইউপির ৫নং ওয়ার্ডের সোলায়মান বাপের বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। জনা গেছে, রাকিব ও রাহাত নামে দুটি শিশু সন্তান রয়েছে নিহত জামালের। স্থানীয় চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, আমার এলাকায় এটি একটি খুবই মর্মান্তিক ঘটনা। ক্ষেত পাহারা দিতে গিয়ে কথাকাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। দু’জনই শান্তশিষ্ট ছেলে ছিলো। কেন তারা এমন করলো বুঝতেছিনা। অন্যয় যে করুক তাকে শাস্তি পেতেই হবে। ফটিকছড়ি থানার ওসি বাবুল আখতার জানান, ক্ষেত পাহারাদিতে গিয়ে হতাহতদের মারামারি হয়। ঘটনায় ইলিয়াছকে চমেক থেকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট