চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে নানার বাড়ি বেড়াতে এসে অগ্নিদগ্ধ হয়ে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা হ রামগড়

২৪ জানুয়ারি, ২০২০ | ৮:১৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে আগুনে পুড়ে মারা গেল দুই ভাই-বোন। নিহত দুইশিশু রান্না ঘরে ঘুমন্ত ছিল। তারা বাবা-মার সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার রাতে মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সেম্প্রুপাড়াস্থ লিপিয়া পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে লিপিয়া পাড়া এলাকার মেমং মারমার শিশু পুত্র মংশানা মারমা (১১) ও শিশু

কন্যা ও¤্রা মারমা (৫) নানার বাড়িতে রান্না ঘরে তাদের এক মামাসহ ঘুমিয়ে ছিল। হঠাৎ রান্না ঘরে আগুন লাগলে মামা দৌঁড়ে বেরিয়ে গিয়ে প্রাণ বাঁচালেও ঘুমে থাকা দুই ভাই-বোন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

নিহতদের পিতা মেমং মারমা জানান, ঘরে যখন আগুন লাগে ওই সময় তিনি অন্য একটি ঘরে কথাবার্তা বলছিলেন। হঠাৎ আগুন দেখে দৌঁড়ে এগিয়ে এসেও বাচ্চা দুটিকে বাঁচাতে পারেননি। অগ্নিকা-ে নিমিষেই রান্না ঘরটি পুড়ে যায়।
খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসার রুবাইয়া আফরোজ ও বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহনসহ জনপ্রতিনিধিরা দুর্ঘটনাস্থলে ছুটে যান।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন বলেন, বুধবার রাতে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট