চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চবিতে ছাত্রলীগ সভাপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

চবি সংবাদদাতা

২৩ জানুয়ারি, ২০২০ | ১২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় তারা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে অবরোধের কারণে শাটল ট্রেন বন্ধ রয়েছে। তবে শাটল ট্রেন না চললেও চলছে শিক্ষক-কর্মচারীদের বাস।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ‘শাটল ট্রেন বন্ধ রয়েছে। শিক্ষক, কর্মচারীদের বাস চলাচল করছে। দ্বিতীয় দিনের মতো ক্রীড়া প্রতিযোগিতাও নির্ধারিত সময়ে শুরু হয়েছে। পরিস্থিতি শান্ত করতে উভয় গ্রুপের সাথে আলোচনা চলছে।’

অবরোধের বিষয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক বিজয় গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, ‘আমাদের অবরোধ এখনো চলছে। গতকাল রাত্রে শিথিল করতে চেয়েছিলাম। আমি যখন জিরো পয়েন্টে পুলিশ বক্সে প্রক্টররিয়াল বডি ও প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম তখন সভাপতি আমাকে মারার জন্য রামদাসহ তার বাহিনীকে পাঠান। আমাকে মারতে না পেরে এক জুনিয়রকে মারধর করছে।’

এভাবে সভাপতি রুবেল তার সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করছেন অভিযোগ করে ইলিয়াস বলেন, ‘সেজন্য আমরা এখনো অটল। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।’

এর আগে বুধবার বিকেলে নিজেদের তিন কর্মীকে মারধর ও কুপিয়ে জখম করার ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় অবরোধের ডাক দেয় ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ ‘বিজয়’।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট