চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাতীয় ভোক্তা অধিকারের অভিযান

১১ প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার নগরীর ইপিজেড ও কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার বিরোধী চারটি অভিযান পরিচালিনাকালে এ জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫২ পণ্যের অন্তর্ভুক্ত এসিআই লবণ, মোল্লা লবণ, ওয়েল ফুড লাচ্ছা সেমাই, ডুডলস নুডলস ধ্বংস করা হয়। এছাড়া, রং দেয়া মাংস, হাইড্রোজ ও হাইড্রেজ মিশ্রিত জিলাপি ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপ পরিচালক প্রিয়াংকা দত্ত, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযানসমূহ পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ইপিজেড থানার ঈশান মিস্ত্রির হাট এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় আজাদের মাংসের দোকানকে ৩ হাজার টাকা, নজিরের মাংসের দোকানকে ১ হাজার টাকা, রুবেলের মাংসের দোকানকে ৩ হাজার টাকা ও মঞ্জুরের মাংসের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। একই এলাকার বিসমিল্লাহ ভাতঘর এন্ড ঝালবিতানকে হাইড্রোজ ব্যবহার করে জিলাপি প্রস্তুত করায় ৩ হাজার টাকা জরিমানা করে হাইড্রোজ দেয়া জিলাপি ও খামি ধ্বংস করা হয়।
কোতয়ালী থানার বক্সিরহাট এলাকায় গরুর মাংসে টেক্সটাইল রং মিশ্রণ ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে জমিরের মাংসের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করে রং দেয়া মাংস ফেলে দেয়া হয়। মূল্য তালিকা না থাকায় কফিলের মাংসের দোকানকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে বার আউলিয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫২ পণ্যের অন্তর্ভুক্ত এসিআই লবণ, মোল্লা লবণ, ওয়েল ফুড লাচ্ছা সেমাই, ডুডলস নুডলস বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় বক্সিরহাট এর মেসার্স বোয়ালখালি স্টোরকে ১০ হাজার টাকা এবং জেনুইন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করে ১৬৫ প্যাকেট পণ্য ধ্বংস করা হয়। একই এলাকার জেনুইন ব্রেড এন্ড ফুড ইন্ডাস্ট্রিজকে মেঝেতে রেখে খাদ্যদ্রব্য (পাউরুটি) প্রক্রিয়া করায় ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট