চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২৯ ফেব্রুয়ারি-২১ মার্চ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন

২৩ জানুয়ারি, ২০২০ | ৪:৪৩ পূর্বাহ্ণ

আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন পালিত হবে। এবারের টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় হচ্ছে‘ আয় আয় সোনামণি টিকা নিয়ে যা’।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি গতকাল বুধবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের ডা. মো. ওয়াজেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. অসীম কুমার নাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্য়ালয়ের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. মো. নুরুল হায়দার। এ সময় ইপিআই তত্ত্ব¡াবধায়ক মো. হামিদ আলী, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়–য়াসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত

ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয় চট্টগ্রাম জেলার ১৪ টি উপজেলায় ১৩ লক্ষ ৭২ হাজার এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৭ লক্ষ ৫৩ হাজার শিশুকে এমআর টিকা দেওয়া হবে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে সারা দেশের ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী প্রায় ৩ কোটি ৪০ লক্ষ শিশুকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত একনাগাড়ে তিন সপ্তাহ চলবে। প্রথম সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানে এবং ২য় ও তৃতীয় সপ্তাহে কমিউনিটি টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইন চলাকালীন সময় রুটিন ইপিআই টিকাদান সেশন প্ল্যান অনুযায়ী চলমান থাকবে এবং কমিউনিটি ক্লিনিক যথানিয়মে চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত টিকাদান ক্যাম্পেইন চলবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট