চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কিং সালমান রিলিফ এন্ড হিউম্যানিটারিয়ান এইড সেন্টারের উদ্যোগ

কেএস রিলিফ প্রকল্পের ত্রাণ বিতরণ ফটিকছড়ির নানুপুর মাদ্রাসায়

২০ মে, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

কেএস রিলিফ-২০১৯ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ফটিকছড়ির নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অসহায় রোজাদারদের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের মানবসেবী সংস্থা ‘কিং সালমান রিলিফ এন্ড হিউম্যানিটারিয়ান এইড সেন্টার’ পুরো রমজান মাস জুড়ে বাংলাদেশে প্রায় ৩০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে। উক্ত ত্রাণ বিতরণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে মোট ৩ মিলিয়ন সৌদি রিয়াল।
এতে সর্বমোট এক লক্ষ বিশ হাজার লোক উপকৃত হবেন। এই কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ফটিকছড়ির নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় গরীব ও অসহায় রোজাদারদের মাঝে এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতি প্যাকেটে চাল, দুধ, চিনি, ভোজ্য তেল ও লবণসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছিল। ত্রাণ পাওয়ার পর এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ অত্যন্ত আনন্দের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী খাদিমুল হারাইমাইন আশ শরিফাইন কিং সালমান, যুবরাজ ও সৌদি সরকারের প্রতি বিশেষ শুকরিয়া জ্ঞাপন করে বলেন, মহান আল্লাহ সৌদি পরিবার ও সেদেশের মানুষের প্রতি অনুগ্রহ করুক। তাদেরকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করুক। এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান অব রিলিফ, ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট। এতে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র কর্মকর্তা উমর মাহদি ওয়াদি, খালেদ মাহমুদ আবু বকর, মুহাম্মাদ মতর আল কুরশি, হাসান বিন আলী আল উকাইলি, মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন বিন জমির প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট