চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সকাশে রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ

২৩ জানুয়ারি, ২০২০ | ৪:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হোটেল রেস্টুরেন্টে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল বুধবার সিটি কর্পোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রামের রেস্তোরাঁ মালিক সমিতির সাথে আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় সভায় একথা জানান সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া। ক্যাম্পেইন ফর ট্যোবেকো ফ্রি কিডস্ (সিটিএফকে) ও ইপসার সহযোগিতায় এই সভার আয়োজন করে সিটি কর্পোরেশন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুমন বড়–য়া বলেন, ‘ধূমপান ও তামাকের ব্যবহার সম্পর্কে মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। কিন্তু ইপসার জরিপ বলছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন পাবলিক প্লেসে এখনো ধূমপান হচ্ছে। চট্টগ্রামকে তামাকমুক্ত মডেল শহর হিসেবে গড়ে তুলতে রেস্তোরাঁ মালিকদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ইপসার প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরোর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের ফোকাল পার্সন আফিয়া আখতার।
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সভাপতি ইলিয়াস আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল হান্নান বাবু।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট