চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘জমিবিরোধের জের’ মহেশখালীতে স্ট্রোকে একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা মহেশখালী

২৩ জানুয়ারি, ২০২০ | ৪:০০ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি পশ্চিম পাড়া গ্রামে বসতভিটার জমির বিরোধ নিয়ে ঘটনায় স্ট্রোক করে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২১ জানুয়ারি দুপুর ২টার দিকে উপজেলার কালারমারছড়া নোনাছড়ি গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর হলেও জলদস্যুরা ফেরারি জীবনযাপন করার পর ইতিমধ্যে আত্মসমর্পণ করলে তাদের আত্মীয়-স্বজনরা বাড়িঘরে ফিরছিল। এই কারণে পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির আঙিনার জমি নিয়ে মৃত সিকান্দারের পুত্র আব্দুল আজিজ মনিয়া ও তার সহোদর বাক্কুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আব্দুল আজিজ মনু স্ট্রোক করে ঘটনাস্থলে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পরে লোকজন এগিয়ে এসে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। নিহত মনিয়া স্থানীয় একটি বাহিনীর সক্রিয় সদস্যসহ বহু মামলার আসামি ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন জানিয়েছেন।
তবে নিহত পরিবারের দাবি তাকে মেরে আহত করা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় লোকজন জানান, তিনি রাগের কারণে স্ট্রোক করে মারা গেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট