চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ

২৩ জানুয়ারি, ২০২০ | ৩:০২ পূর্বাহ্ণ

দোয়া, মিলাদ, বক্তৃতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হলো সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী আলহাজ নুরুল ইসলাম বি.এসসি। প্রধান শিক্ষক আলহাজ মো. আবুল মনছুর চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক মুহাম্মদ তাজ উদ্দিন ও নাছিমা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম শিক্ষা সমন্বয় (নুশিস) এর উপদেষ্টা ও হাজেরা তজু বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আলহাজ মো. দবির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য আলহাজ নাজমুল হক (নজু)। প্রধান অতিথির নুরুল ইসলাম বি.এসসি বলেন, শিক্ষার্থীদের এ বিদায় আসলে বিদায় নয়, এটি মূল শিক্ষা ও কর্ম জীবনে প্রবেশের একটি ধাপ মাত্র। শিক্ষার্থীদের অনেক বেশি পড়তে হবে। জ্ঞান অর্জন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি লাইব্রেরিতে বসে বিচিত্র জ্ঞান অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষকদেরও উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকদের অনেক বেশি কৌশলী হতে হবে। বই পড়তে ও লিখতে হবে। বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি অব্যাহত রাখতে হবে। আর শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট