চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

খেলাধুলা জীবনযুদ্ধে জয়-পরাজয় মেনে নিতে শেখায়: চবি উপাচার্য

চবি সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২০ | ৭:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার বলেছেন, খেলায় একটি সুন্দর শিক্ষা আছে। খেলধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলার পাশাপাশি মানসিকভাবে জীবন যুদ্ধে জয়-পরাজয়কে মেনে নিতে শেখায়। আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল দশটায় মুজিববর্ষকে উৎসর্গ করে আয়োজিত চবির বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা মুজিববর্ষকে উৎসর্গ করছি। খেলাধুলা যেমন শক্তি ও সাহস যোগায়। অন্যদিকে  প্রেরণার উৎসাহও বটে। খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠে।

এর আগে সকালে চবি পরিবার ও শিক্ষার্থীদের আয়োজনে কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত র‌্যাগিংবিরোধী শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি। ক্রীড়া উৎসবে মোট ৩৫ টি ইভেন্টে ১১টি হলের কমপক্ষে ২০৪ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা বিভাগের  উপ-পরিচালক রাশেদ বিন আমিন চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত)  মোয়াজ্জেম হোসেন ও বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন,চবি সিনেট ওসিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতি, প্রক্টরিয়াল বডি, হলসমূহের প্রভোস্টবৃন্দ শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট