চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে দুর্বৃত্তের হামলায় ৩ ছাত্রলীগ কর্মী আহত

চবি সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২০ | ৭:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের তিন কর্মীর উপর  অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন সংলগ্ন একটি দোকানের পাশে আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইবরাহীম খলিল মুকুল, ইতিহাস বিভাগের জাহিদ শাকিল এবং নাট্যকলা বিভাগের মাহফুজুল হুদা লোটাস৷ তারা সবাই শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মী।

জানা যায়, বিকেল চারটা নাগাদ আহত ছাত্রলীগ কর্মীরা জিরো পয়েন্ট সংলগ্ন একটি দোকানে বসেছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট সড়ক থেকে একটি সিএনজিতে করে (৪-৫) জন মুখশধারী দুর্বৃত্ত এসে তাদের উপর হামলা চালায়। হামলা করে আবার একই সিএনজিতে করে ১নং গেইটের দিকে চলে যায়। এই খবর জানাজানি হলে সিক্সটি নাইন গ্রুপের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে। এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বগি ভিত্তিক সিক্সটি নাইন গ্রুপ ও আর এস মারামারি করছে বলে শুনেছি। আমরা উভয়কে শান্ত হওয়ার আহবান জানাচ্ছি। দোষীদের বিরুদ্ধে কেন্দ্রে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি আমরা দেখছি।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট