চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যৌতুকের জন্য কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২০ | ৬:৪৮ অপরাহ্ণ

যৌতুকের জন্য স্ত্রী কোহিনুর বেগমকে (৩৫) গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী শাহ আলমকে(৪৬) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার (২২ জানুয়ারি) খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বিচার রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। একই সাথে আদালত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। তবে আসামি এ রায়ের বিরুদ্ধে ৭ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী শাহ আলম তার স্ত্রীর উপর প্রায় নির্যাতন চালাতো। এ নিয়ে স্বামী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলাও হয়। পরে আসামির অঙ্গীকার নামার মাধ্যমে মামলা প্রত্যাহার হলে আবারও যৌতুকের জন্য কোহিনুর বেগমের নির্যাতন শুরু হয়। তারই ধারাবাহিকতায় ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে রোজার দিনে ক্লান্ত হয়ে শুয়ে থাকা কোহিনুর বেগমের শরীরের কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শাহ আলম। এ সময় ঘরের দরজা বন্ধ করে দেয় সে । কোহিনুর বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দগ্ধ কোহিনুর বেগমকে প্রথমে দীঘিনালা ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আরো অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও ২৩ দিন পর ১  অক্টোবর ২০০৯ সালে কোহিনুর বেগম মারা যান। এ ঘটনায় কোহিনুর বেগমের ছোট ভাই আলম মিয়া ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৯ ডিসেম্বর আদালতে অভিযোপত্র দাখিল করেন।রাষ্ট্রপক্ষের কৌশলী এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট