চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে ৮ দেশের ক্বারিদের নিয়ে ক্বিরাত সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২০ | ২:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশসহ জর্ডান, ইরান, মিশর, তুরস্ক, মরক্কো, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্বারিদের অংশগ্রহণে শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ২০তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন পিএইচপি ফ্যামিলি ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে আয়োজিত সম্মেলনের ব্যবস্থাপনায় রয়েছে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ। সহযোগিতায় রয়েছে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ।

সুফি মিজান বলেন, শুদ্ধ কোরআন তেলাওয়াতের মুগ্ধতা ছড়িয়ে দিতে এ সম্মেলন। মানুষের প্রতি ভালোবাসা শ্রেষ্ঠ এবাদত। কোরআনের শিক্ষা হৃদয়ের গভীরে ধারণ করতে হবে। প্রতিটি মানব সন্তান সীমাহীন শক্তির আধার। তাদের জনসম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশ শুধু সোনার বাংলা নয়, হীরের বাংলা হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভিপি মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, শহীদুল হক, ক্বারি আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ খুরশেদুর রহমান, মুহাম্মদ সিরাজুল মোস্তফা, সৈয়দ আবদুল লতিফ, মুহাম্মদ আনোয়ারুল হক, ড. মুহাম্মদ জাফর উল্লাহ, অধ্যাপক কামাল উদ্দিন আহমদ, মোহাম্মদ দিলশাদ আহমদ, হাফেজ মুহাম্মদ ছালামত উল্লাহ, মুহাম্মদ সিরাজুল মোস্তফা, সৈয়দ শেহাব উদ্দিন আলম, মোহাম্মদ সাইফুদ্দিন, এসএম শফি, জাফর আহমদ সওদাগর, মুহাম্মদ মাহবুবুল আলম, আবুল মনসুর সিকদার, খোরশেদ আলী চৌধুরী, মুহাম্মদ সিরাজুদৌলা প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট