চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় আগুনে পুড়ল অর্ধশত দোকান

কক্সবাজার সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২০ | ১১:০১ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধশত দোকানের মালামালসহ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

বুধবার (২২ জানুয়ারি) গভীররাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আগুন ধরার অনেক সময় পরও পল্লী বিদ্যুৎতের লাইন সচল ছিল। এতে আগুন দ্রুত সেমিপাকা মার্কেটগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র আরো জানায়, হার্ডওয়ার, ফার্নিচার, ফার্মেসি, মুদি, কম্পিউটার, মোবাইল, কসমেটিকস, গ্যাস সিলিন্ডার ও চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ছিল পুড়ে যাওয়া মার্কেটে। সব মিলিয়ে প্রায় অর্ধশত দোকান দোকান পুড়ে ছাই হয়েছে বলে মনে হচ্ছে।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) পাতাবাড়ি এলাকার সদস্য মোহাম্মদ বাদশা মেম্বার জানান, মরিচ্যা পাতাবাড়ি বাজারে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ মিলে প্রায় দেড় থেকে দুই শতাধিক দোকানপাট রয়েছে। উত্তরাংশে রয়েছে প্রায় অর্ধশতাধিক দোকান।

উখিয়া ফায়ার স্টেশন সূত্র জানায়, আগুনে বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। এখন পর্যন্ত কেউ হতাহতের ঘটনা নজরে আসেনি। পুড়ে যাওয়া দোকানগুলোর মাঝে কিছু দোকানে কয়েক কোটি টাকার মালামাল মজুদ ছিল বলে স্থানীয়রা জানায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, পাতাবাড়ি বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে রাতের টহলদলকে ঘটনাস্থলে পাঠানো হয়। বাজারে প্রায় অর্ধশত দোকান পুড়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট