চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

পটিয়ায় সংবর্ধনা সভায় হুইপ সামশুল হক

এক প্রকল্পকে বার বার দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার দিন শেষ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

২০ মে, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, এক প্রকল্পকে বার বার দেখিয়ে টাকা ভাগ করে নেয়ার দিন শেষ।
পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১৮ মে বিকেলে তিনি একথা বলেন। পৌর সদরের ইন্দ্রপুলস্থ হল টুডে কনভেনশন হলে উপজেলা আ. লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হুইপ বলেন, পটিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। অতীতে উপজেলা পরিষদে আ. লীগের দলীয় চেয়ারম্যান না থাকায় শেখ হাসিনার উন্নয়ন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছেনি। প্রকল্পে পার্সেন্সিসের নামে দুর্নীতি হয়েছে। আজ আ. লীগের মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় উপজেলা পরিষদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। পটিয়াবাসীর কল্যাণে একযোগে কাজ করতে হবে। তাহলেই সম্মিলিত প্রচেষ্টায় পটিয়া হবে উন্নয়নের রোল মডেল। তিনি প্রত্যেক এলাকায় তার পক্ষ থেকে দেয়া উন্নয়ন সমন্বয়কারীদের সাথে সমন্বয় করে চেয়ারম্যান ও মেম্বারদের কাজ করার আহ্বান জানান।
উপজেলা আ. লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় সংবর্ধিত অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। উপজেলা আ. লীগের সা. সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আ. লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, আ’লীগ নেতা নাছির আহমদ চেয়ারম্যান, মফজল আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, আলমগীর খালেদ, আবু ছালেহ চৌধুরী, আলমগীর আলম আইয়ুব বাবুল, যুবলীগ নেতা নুরুল আলম সিদ্দিকী, এম এ রহিম, এডভোকেট বেলাল, হাবিবুল হক চৌধুরী, মুজিবুল হক চৌধুরী নবাব প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট